বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বন্যায় স্পেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫৮

স্পেনে ভারি বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত থেকে বুধবারের মধ্যে আঘাত হানা এ বন্যায় শুধু ভালেন্সিয়া প্রদেশেই ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আন্দালুসিয়া ও ক্যাসটিয়া মাঞ্চায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভালেন্সিয়ার জরুরি সমন্বয়কেন্দ্র জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনও হতাহতদের সন্ধান করছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৃহস্পতিবার ভালেন্সিয়ায় উদ্ধার ও পুনরুদ্ধার প্রচেষ্টার তদারক সংস্থা সেন্টার ফর কোঅর্ডিনেটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড অপারেশন্স (সিইসিওপিআই) পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, “চরম আবহাওয়া এখনও শেষ হয়নি।”

১৯৬৬ সালের সেপ্টেম্বরের পর থেকে সবচেয়ে ভারি বৃষ্টিপাতের ঘটনা দেখছে ভালেন্সিয়া। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে কয়েক ঘণ্টার মধ্যে কিছু অঞ্চলে প্রতি বর্গমিটারে ৪০০ লিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। ভারি বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু মানুষ ও যানবাহন ভেসে যায়। পাশাপাশি স্থানীয়দের বেশিরভাগই তাদের বাড়িতে আটকা পড়েছে এবং সম্পত্তি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

টিভি ফুটেজে দেখা গেছে, ভালেন্সিয়ার সঙ্গে মাদ্রিদ ও বার্সেলোনার সংযোগকারী প্রধান সড়কগুলো এখনও চলাচলের উপযোগী হয়নি। স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও গ্যারেজ থেকে কাদা পরিষ্কার করতে দেখা গেছে। অনেকে আবার কাদায় ঢাকা ধ্বংসস্তূপ থেকে জিনিসপত্র উদ্ধার করছেন।

এদিকে, দেশটির ছোট্ট শহর পাইপোর্তায় তিন মিটার উঁচু জলোচ্ছ্বাসের কারণে অন্তত ৪৫ জন নিহতের খবর দিয়েছে কর্তৃপক্ষ।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে দেশটির প্রধানমন্ত্রী সানচেজ বলেন, “ভালেন্সিয়াবাসীর এই বিপদের দিনে আমরা তাদের পাশে রয়েছি। এই বিপর্যয়ের মধ্যে আমরা তাদের একা ছেড়ে দেইনি। তাদের টিকে থাকার লড়াইয়ে যতটা সম্ভব প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়া, মাদ্রিদে এক অনুষ্ঠানে রাজা ষষ্ঠ ফেলিপে এই বিপর্যয়কর ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনিও সবাইকে সতর্ক করে বলেছেন যে, জরুরি অবস্থা এখনও শেষ হয়নি।

বৃহস্পতিবার ভালেন্সিয়ার উত্তরাঞ্চলে আরও মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভালেন্সিয়া ও মাদ্রিদের মধ্যে দ্রুতগতির রেলযোগাযোগ অন্তত দুই সপ্তাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। বন্যায় ভালেন্সিয়ার প্রায় ৮০ কিলোমিটার স্থানীয় ও আঞ্চলিক রেলপথ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

বন্যাকবলিত এলাকাগুলোতে স্পেনের সামরিক বাহিনীর জরুরি ইউনিটের প্রায় এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে, যারা উদ্ধার ও পরিষ্কার অভিযানে সহায়তা করছে। তবে নিখোঁজদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে আগামী দিনগুলোতে আরও লাশ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিপাতকে আবহাওয়াবিদরা ‘বিচ্ছিন্ন অতি-গভীর নিম্নচাপ’ বা ডিএএনএ নামে আখ্যায়িত করেছেন। ভূমধ্যসাগরের উষ্ণ স্রোত অতিক্রম করার সময় ঘটে বায়ুমণ্ডলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে।

ডিএএনএ-র কারণে ১৯৫৭ ও ১৯৬৬ সালেও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে স্পেন। সে সময়েও তুরিয়া নদী উপচে ধ্বংসযজ্ঞ চালিয়ে ভালেন্সিয়া শহরকে কার্যত ধ্বংস করে দেয়।

এ ঘটনায় স্পেন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অপরদিকে, ভালেন্সিয়ায় অনুষ্ঠিতব্য সমস্ত ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন, যার মধ্যে শনিবার ভালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের মধ্যকার কোপা দেল রের ম্যাচও রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার

বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন

আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো

ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে

বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন

  • প্রেস সচিব: শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার
  • প্রধান উপদেষ্টা: প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে
  • মিরপুরে জেনেভা ক্যাম্পে আগুন
  • বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের, কে কত পাবেন?
  • ‘বিপিএল মিউজিক ফেস্ট’ থেকে ৩ কোটি ৪০ লাখ টাকা পাবেন রাহাত ফতেহ আলী
  • কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
  • মেট্রোরেলের একক যাত্রার টিকিটের সংকট কেটেছে
  • রেমিট্যান্স প্রবাহে সুবাতাস, ২১ দিনে এলো ২৪,০০০ কোটি টাকা
  • বাংলাদেশের জন্য ১.১ বিলিয়ন ডলার অনুমোদন এডিবি-বিশ্বব্যাংকের
  • খালেদা জিয়া লন্ডন যেতে পারেন যেদিন
  • শীতে যেসব খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে
  • বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া