বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বরাদ্দ বেড়েছে পরিবহন ও যোগাযোগ খাতে

বাজেটে পরিবহন ও যোগাযোগ অবকাঠামোখাতে ২৬ হাজার ৩শ’ ২৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যা মোট বাজেটের ৮ দশমিক ৯২ শতাংশ। অবকাঠামো খাতে বরাদ্দে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেতু বিভাগ। তবে বিপুল অংকের এ টাকা যথাযথ ভাবে কাজে লাগানোর ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানো জরুরি বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা।

২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার প্রস্তাবিত রেকর্ড বাজেটে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দে এবারে সেতু বিভাগ পাচ্ছে ৮ হাজার ৯শ’ ৫৩ কোটি টাকা। যা মোট বাজেটের ৩ দশমিক ০৩ শতাংশ। এছাড়া পরিবহন ও সড়ক যোগাযোগ বিভাগ ৭ হাজার ৯শ ১১ কোটি এবং রেলপথ মন্ত্রণালয় পাচ্ছে ৭ হাজার ৭শ’ ১৭ কোটি টাকা। বাজেটে প্রস্তাবিত এডিপি’র ২২ দশমিক ৩ শতাংশ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় করা হবে। যা টাকার অংকে ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত এডিপি’র ১৩ হাজার ৯শ’ ১৯ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৬শ’ ৫৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন অর্থবছরে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্প, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়ক নির্মাণ প্রকল্প এবং যাত্রাবাড়ী-কাঁচপুর ৮ লেন সড়ক উন্নয়ন প্রকল্পসহ মোট ৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করা হবে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়াও সারাদেশের ৬১টি সেতু পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিমানবন্দরের উন্নয়ন কাজে অগ্রগতি এসেছে। ভবিষ্যতে খান জাহান আলী বিমানবন্দর ও শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। যোগাযোগ অবকাঠামো খাতে মোট ২৬ হাজার ৩শ’ ২৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ‘

তবে অবকাঠামোখাতে বিপুল অংকের টাকা বরাদ্দ থাকলেও যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। এ ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করার দিকে আবারও সরকারকে নজর দেয়ার তাগিদ দিয়েছেন তারা। অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ জানান, ‘সরকারের উচিত প্রকল্প বাস্তবায়নকারীদের নজরদারিতে রাখা। স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং প্রশাসনিক সংস্কার করা সরকারের উচিত। এছাড়া পুরনো সড়কগুলো রক্ষণাবেক্ষণে জোর দেয়া হবে উল্লেখ করে আগামী অর্থবছরে নতুন কোন সড়ক নির্মাণ করা হবে না বলেও জানান অর্থমন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *