”বলতে পারি খাদিজাকে বাঁচাতে পারলাম”
৯৬ ঘণ্টা পর বলতে পারি, আমরা নার্গিসকে বাঁচাতে পারলাম। তার বাঁচার সম্ভাবনা বেড়েছে। বললেন, স্কয়ার হাসপাতালের সহযোগী নিউরো সার্জন ডাক্তার এ এম রেজাউস সত্তার।
শনিবার দুপুর ১টায় নার্গিসের শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নার্গিসের চিকিৎসক এ কথা বলেন।
রেজাউস সাত্তার বললেন, আমরা আশা করছি নার্গিস বেঁচে গেছে। সকালে ঘুমের ওষুধ বন্ধ করার পর সে চোখ খুলেছে। হালকা ব্যথা দেয়ার পর তার ডান হাত-পা নড়াচড়া করেছে। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয়।
তিনি বললেন, নার্গিসের অবস্থা আরও একটু উন্নত হলে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হবে। অবশ্য শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে ২ থেকে ৩ সপ্তাহ পর। যদি আহত হবার ৪ ঘণ্টার মধ্যে নার্গিসকে আমাদের কাছে নিয়ে আসা হতো, তাহলে তার শারীরিক অবস্থা বর্তমান সময়ের থেকে আরও উন্নত করা যেত।
রেজাউস সাত্তার বললেন, যেহেতু নার্গিসের বয়স কম তাই শারীরিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে ব্রেন ও হাত-পা কাজ করবে। নার্গিসকে যখন আমাদের কাছে নিয়ে আসা হয় তখন তার বাঁচার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। তার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বাঁচার আশা ৫ ভাগ থেকে বেড়ে ১৬ ভাগ হয়েছে।
তিনি জানান, ৫ থেকে ৬ ভাগ বাঁচার সম্ভাবনা নিয়ে মাথায় আঘাত পাওয়া যেসব রোগী আমাদের কাছে আসে তখন তাদের অপারেশন করা হয়। এর উদ্দেশ্য তার জীবন বাঁচানো। মাথায় আঘাতের চাপ কমাতেই মূলত তাদের লাইফ সাপোর্টে রাখা হয়। সেটিও চিকিৎসার একটি অংশ।
ব্রিফিংয়ে থাকা স্কয়ার হাসপাতালের পরিচালক মির্জা নাজিম উদ্দিন বলেন, নার্গিস মারা গেছে কি না, এরকম প্রশ্ন করে আমাদের বিব্রত করবেন না। প্রতিদিনই আমাদের কাছে এমন বিব্রতকর শতাধিক ফোন আসে। যেটা কাম্য নয়। তাই বলছি, যখন কোনো আপডেট থাকে আমরা নিজেরাই আপনাদের জানাবো।
এদিকে স্কয়ার হাসপাতালে নার্গিসের বাবা ও ভাইসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। তবে এ ব্যাপারে তারা আজ কেউ কোনো কথা বলেননি।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গেলো সোমবার বিকেলে বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী নার্গিসকে কুপিয়ে জখম করে। ঘটনার পর হামলাকারীকে আটকের পর পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদকও। তবে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
https://youtu.be/ppLk0xiud9E
এই সংক্রান্ত আরো সংবাদ
তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন
জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন