শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বলিউডের ভিতরে সবচেয়ে উচ্চশিক্ষিত ৭ তারকা!

বলিউডের বাণিজ্যিক ছবিতে কলেজ বা বিশ্ববিদ্যালয় মানেই যেন নাচ-গান-আনন্দ আর প্রেমের তীর্থস্থল। লেখাপড়া নিয়ে বিশেষ একটা মাথা ঘামানোর বিষয়-আশয় সেখানে পারতপক্ষে দেখানো হয় না। বলিউড তারকাদের মধ্যেও বিদ্যাশিক্ষার বিষয়টি মিশ্রভাবে রয়েছে। সময় এবং পরিস্থিতির সঙ্গে অনেক তারকা হয়ে উঠেছেন স্বশিক্ষিত, যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় তাঁদের খুবই কম। আবার অনেক তারকা রয়েছেন, যাঁরা প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে উচ্চপর্যায়ে পৌঁছেছেন। বলিউডের এমন সাতজন উচ্চশিক্ষিত তারকার কথা জানিয়েছে এমটিভি ইন্ডিয়া।

১. অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশাহ লেখাপড়াতেও সম্রাটতুল্য। সায়েন্স ও আর্টস—দুই বিষয়ে ডাবল মেজর করেছেন তিনি। আর এর পাশাপাশি চারটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে তাঁকে। তবে নামের আগে ‘ডক্টর’ পদবি লাগাতে তিনি নারাজ। তাঁর কথা হচ্ছে, ‘ড. বচ্চন’ একজনই হতে পারেন, আর তিনি হচ্ছেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন!

২. প্রীতি জিনতা

মিষ্টি হাসির প্রীতি কিন্তু কেবল হেসেখেলেই বলিউডে সময় পার করা মানুষ নন। সিমলার সেইন্ট বেদে’স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করেছেন তিনি। এখানেই শেষ নয়, পরে মাস্টার্স করেছেন ক্রিমিনাল সাইকোলজি বিষয়ে। মেধাবী অভিনেত্রীই কেবল নন, মেধাবী শিক্ষার্থীও ছিলেন প্রীতি।

৩. রন্দীপ হুডা

পৌরুষদীপ্ত চেহারা আর অভিনয় প্রতিভার জোরে বলিউডে আলাদা জায়গা করে নিতে পেরেছেন রন্দীপ হুডা। অ্যাকশন ও থ্রিলারের পাশাপাশি একেবারে কাহিনী-অভিনয়নির্ভর ছবিতেও তিনি সপ্রতিভ। লেখাপড়াতেও কিন্তু ভালো ছিলেন রন্দীপ। ব্র্যান্ড ম্যানেজমেন্টে অনার্স এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন তিনি। ভবিষ্যতে করপোরেট জগতে কাজ করলেও যে তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল, তা নিশ্চয়ই বলে দিতে হবে না!

৪. সনু সুদ

‘দাবাং’-এর রগচটা ও আকর্ষণীয় খলনায়ক ‘ছেদি সিং’, অর্থাৎ সনু সুদ কিন্তু একজন প্রকৌশলী। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে নাগপুরের যশোবন্ত চবন কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ডিগ্রি নিয়েছেন তিনি।

৫. জন আব্রাহাম

জন আব্রাহাম একসময়ে বক্সিং লড়তেন। মডেলিং থেকেই এসেছেন বলিউডে। তবে এগুলো ছাড়াও একসময় নিয়মিত পড়ালেখার মানুষ ছিলেন বলিউডের এই ড্যাশিং হিরো। অর্থনীতি থেকে অনার্স শেষ করার পর এমবিএ ডিগ্রিও নিয়েছেন। পড়ালেখা শেষের পর তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় মিডিয়া প্ল্যানার হিসেবেও কাজ করেছেন।

৬. বিদ্যা বালান

অভিনয়ের পাশাপাশি মিডিয়ায় কথাবার্তার ধরনেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। ‘দ্য ডার্টি পিকচার’ ছবির ‘সিল্ক’ কিংবা ‘কাহানি’ ছবির ‘বিদ্যা বাগচী’—বলিউড শাসন করা নায়িকা বিদ্যা বালানের যে একাডেমিক পড়ালেখাও নেহাত কম নয়, তা অনেকেই আন্দাজ করতে পারেন। সোশিওলজি থেকে অনার্স ও মাস্টার্স করেছেন এই অভিনেত্রী।

৭. আর মাধবন

একসময়ে দক্ষিণের নিয়মিত এই অভিনেতা বেশি সাফল্য পেয়েছেন বলিউডেই। সফল এবং আলোচিত প্রচুর ছবি রয়েছে তাঁর ক্যারিয়ারে। তড়িৎ প্রকৌশলে পড়ালেখা করেছেন ছাত্রজীবনে। এ ছাড়া কালচারাল অ্যাম্বাসাডর হিসেবে কানাডায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত