বল হাতেও জাদু দেখাচ্ছেন সৈকত

ভয়াবহ চাপের মুখে ব্যাট করতে নেমে খেলেছেন ৪৫ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস। এবার অভিষেক ওয়ানডেতে বল হাতেও জ্বলে উঠেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম বলেই তুলে নিয়েছেন একটি উইকেট। ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর: ৬১/৩।
তিন ওভারে ছয় রান জমা করে শুরুটা সতর্কভাবেই করেছিলেন দুই আফগান ওপেনার আহমেদ শেহজাদ ও নওরোজ মঙ্গল। সাকিবের করা চতুর্থ ওভারের প্রথম দুই বলে চার মেরে বিপজ্জনক হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গল। কিন্তু শেষ চার বলে দুই উইকেট নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন সাকিব। ১০ রান করে ফিরে গেছেন মঙ্গল। তিন নম্বরে ব্যাট করতে নামা রহমত শাহ আউট হয়েছেন রানের খাতা না খুলেই। তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন আহমেদ শেহজাদ ও হাসমতউল্লাহ শাহিদি। তবে ১৪তম ওভারে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন সৈকত।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। ৪৯.২ ওভারেই গুটিয়ে গেছে ২০৮ রানে। অভিষেক ম্যাচেই ৪৫ বলে ৪৫ রানের দারুণ ইনিংস খেলে বাংলাদেশের স্কোরটা সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন সৈকত। মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। ২৫ রান করেছেন মাহমুদউল্লাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন