বহুল প্রতিক্ষীত ‘হেট স্টোরি ৩’ এর ট্রেলর প্রকাশ
বলিউডে পা দিয়েই আলোড়ন সৃষ্টি করেছেন ডেইজি শাহ। এর আগে ‘জয় হো’তে তাঁর অভিনয় দেখেছে দর্শক। কিন্তু আসন্ন ছবি ‘হেট স্টোরি ৩’-এ বেশ সাহসী চরিত্রে দেখা যাবে নায়িকাকে। ১৬ অক্টোবর টি সিরিজ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এই অভিনেত্রীর বহুল প্রতিক্ষীত হিন্দি ছবি “হেট স্টোরি ৩” এর ট্রেলর। ইতিমধ্যেই ছবির ট্রেলার সাড়া ফেলে দিয়েছে ইউটিউবে।
ডেইজি জানিয়েছেন, সলমনই তাঁকে এ ছবিতে অভিনয় করতে উত্সাহিত করেছেন। তাঁর কথায়, ‘‘আমি এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। তবে সলমন আমাকে বুঝিয়েছিলেন। তাই ছবিটা করলাম।’’ ‘জয় হো’র চরিত্রের সঙ্গে এই চরিত্রটির কোনও মিল নেই বলেও জানিয়েছেন নায়িকা।
এবারের কাহীনিতে থাকছে ভিন্নতা এবং বরাবরের মতই ত্রিমুখী দ্বন্দ। হেট স্টোরি সিরিজের আগের দুটি ছবি দিয়ে রূপালী পর্দার পাশাপাশি দর্শকের হৃদয়ে এবং একই সাথে বিতর্কের ঢেউ তুলে। ব্যপক জনপ্রিয়তাও আদায় করতে সক্ষম হয় ছবি দুটি। “হেট স্টোরি ৩” নিয়েও বেশ আশাবাদী ছবটির পরচালক।
পরচালক বলেছেন- ‘যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই শ্যুট করেছি। আমরা আমাদের কাজ করেছি। সেন্সর বোর্ড তাদের কাজ করবে।’
“হেট স্টোরি ৩” ছবিতে অভিনয় করেছেন – জেরিন খান, শারমান যোশী, ডেইজি শাহ এবং করণ সিং। এরই মধ্যে প্রচুর পরিমান ভিউ পেয়েছে ট্রেলরটি। বোঝাই যাচ্ছে ছবিটি জনপ্রিয়তাও পাবে। তবে এবারে ট্রেলরটি অনেক বেশি সাহসী, যৌন উত্তেজক এবং আকর্ষণীয়।
“হেট স্টোরি ৩” ছবির ট্রেইলরটি দেখুন এখানে –
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন