বাঁচতে চান নয়ন
মাগুরা পৌর এলাকার দেড়য়া গ্রামের বাসিন্দা মো. নয়ন হোসেন (৩৫)। ব্যবসা করতেন মাগুরা সদরে। বছরখানেক আগে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিনি। পথে অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পা ভেঙে যায় তাঁর। পা দুটিতে দেখা গেছে সংক্রমণ। চিকিৎসকরা বলেছেন, পা দুটি দ্রুত কেটে না ফেললে বাঁচবেন না নয়ন। কিন্তু অর্থাভাবে পায়ের চিকিৎসা করতে পারছেন না তিনি। এমন বাস্তবতায় জীবন বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।
নয়নের বাবা গোলাম মোস্তফা একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা বিভাগে চাকরি করেন। সামান্য বেতনে সংসার চালানোর পাশাপাশি নয়নের চিকিৎসার খরচ চালাতে হচ্ছে তাঁর। এক বছর ধরে ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ১৫ দিনের মধ্যেই নয়নের পায়ের অস্ত্রোপচার করতে হবে। আর এ অস্ত্রোপচার করতে ব্যয় হবে প্রায় সাত থেকে আট লাখ টাকা।
নয়নের পরিবারের সম্পদের পরিমাণ খুবই সামান্য। তাঁর আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করেও চিকিৎসার খরচ উঠছে না। এক প্রকার অর্থাভাবে চিকিৎসা বন্ধ রয়েছে নয়নের।
নয়নকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে পরিবারের পক্ষ থেকে সাহায্য কামনা চেয়েছেন তাঁর বাবা। নয়নকে সাহায্য পাঠানো যাবে অগ্রণী ব্যাংকের খুলনা শাখায়। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. গোলাম মোস্তফা, অ্যাকাউন্ট নম্বর ০২০০০০০৬৬৬০১২। এ ছাড়া বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যাবে ০১৭২৪১৭৮৩৮৬ (পার্সোনাল) নম্বরে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাগুরায় কৃমির ওষুধ খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ!
মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ওবিস্তারিত পড়ুন
মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখিবিস্তারিত পড়ুন
মাগুরায় গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৩
মাগুরায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীবিস্তারিত পড়ুন