‘বাংলাদেশের কোন বিগ হিটার নেই’

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে এভাবেই বলছিলেন কিংবদন্তি সাবেক পাক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তার মতে, ওই ম্যাচের শুরু থেকেই সবকিছু নিয়ন্ত্রণে ছিলো শহীদ আফ্রিদিদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচেই হার। পাকিস্তান ৫৫ রানে জয় তুলে নিয়েছে। আকরাম মনে করেন, টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশের মারকুটে কেউ নেই। দেশের শীর্ষ একটি দৈনিকে লেখা কলামে তিনি বলেছেন, ‘বাংলাদেশের সমস্যা হচ্ছে, তাদের কোনো বিগ হিটার নেই। শেষ দিকে ভালো করার জন্য সাত বা আট নম্বরে তাদের একজন বিগ হিটার দরকার।’
তাহলে শক্তিটা কোথায়? ওয়াসিম আকরাম লিখেছেন, ‘বাংলাদেশের সাকিব ও মুশফিকের মতো বেশ কয়েকজন চৌকস ক্রিকেটার আছে। সাকিব ফিফটি পাওয়ায় একটু আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। মাহমুদউল্লাহ ভালো করতে পারেনি, এটা বাংলাদেশকে ভুগিয়েছে। মাশরাফি অবশ্য ব্যাট করতে পারে। তবে আমি ওকে আফ্রিদির মতো ওপরে উঠে আসতে বলব না।’
এখনো তিনটি ম্যাচ সামনে রয়েছে বাংলাদেশের। তাই আশা হারানোর কোন কারণ দেখছেন না স্বয়ং এই কিংবদন্তি বোলার। মাশরাফি বিন মুর্তজার দলকে একটি বিপজ্জনক দল ভাবেন তিনি। তাই টুর্নামেন্টে পরের ম্যাচগুলোতে তাদের জয়ের সম্ভাবনা দেখছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন