বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন ফিঞ্চ

জানুয়ারিতেও ছিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক, আছেন টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষেও। তবুও শুক্রবার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা হয়নি অ্যারন ফিঞ্চের। তবে ফিরছেন বাংলাদেশের বিপক্ষে, নিজেদের দ্বিতীয় ম্যাচে।
অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে। ধর্মশালায় অনুষ্ঠিত ওই ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের কাছে আট রানের ব্যবধানে হারে অসিরা। ওই ম্যাচে ফিঞ্চের পরিবর্তে ওপেনার শেন ওয়াটসনের সঙ্গী হয়েছিলেন দলের বাঁহাতি ব্যাটসম্যান উসমান খাজা। ম্যাচে দল হারলেও ব্যাট হাতে ২৭ বলে ৩৮ রান করে দলের সর্বোচ্চ রানসংগ্রহকারীও ছিলেন তিনি।
কিন্তু প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় মায়চে জয় পেতে মরিয়া অস্ট্রেলিয়া। সোমবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ওই ম্যাচের আগেই দলের একাদশ নিয়ে সতর্ক অসিরা। তাই দলে পরিবর্তন আনার কথা ভাবছে তারা। আর এই ম্যাচ দিয়েই দলে ফিরছেন ফিঞ্চ, এমন ইঙ্গিত দিয়েছেন অসি কোচ ড্যারেন লেমান।
প্রথম ম্যাচে অবশ্য দলগত কৌশলের কারণে অ্যারোন ফিঞ্চের মত ব্যাটসম্যানকে একাদশে নেয়া হয়নি বলে জানিয়েছিলেন অসি কোচ। ফিঞ্চকে নিয়ে ড্যারেন লেমান বলেন, ‘ফিঞ্চকে দলে না রাখাটা অনেক কষ্টকর ছিল। ও টি-টোয়েন্টিটা অনেক ভালো খেলে। আমরা শুধু ডান-বাম ওপেনিং জুটি চাচ্ছিলাম। এটা পরবর্তী ম্যাচে পরিবর্তিত হবে।’
ফিঞ্চের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে অসিদের ব্যাটিং অর্ডারে আরো পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন লেমান। ‘আমরা পরবর্তী ম্যাচেই ব্যাটিং অর্ডার পরিবর্তন করবো। আমরা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সেরা একাদশকেই খেলাবো।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ২৬ ম্যাচ খেলে ৮৪১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান তিনি। দ্বিতীয় ম্যাচেই হয়তো ওয়াটসনের সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে দেখা ফিঞ্চকে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন