বাংলাদেশে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে

বাংলাদেশে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, জিকায় আক্রান্ত ব্যক্তি চট্টগ্রামের বাসিন্দা। তাঁর বয়স ৬৭ বছর। তিনি এখন ভালো আছেন। তাঁর পরিবারের লোকজনও ভালো আছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামের ওই ব্যক্তির রক্ত ২০১৪ সালে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষার রিপোর্টে তাঁর রক্তে জিকা ভাইরাসের জীবাণু রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
জাহিদ মালেক বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি প্রাণঘাতী রোগ নয়। চিকিৎসায় এ রোগ ভালো হয়। তবে গর্ভবতী মায়েদের যেন এ ভাইরাস আক্রান্ত না করে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কেন না এ ভাইরাসে গর্ভবতী মায়েরা আক্রান্ত হলে শিশুদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুজ্বরে মৃত্যু রোধে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। তিনি দেশবাসীকে বাড়ির আনাচ-কানাচ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ফারুকী: আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, “আমরা কোনো ধরনেরবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষ, আহত ৪
কুষ্টিয়ার কুমারখালীতে খতনার দাওয়াতে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়েবিস্তারিত পড়ুন

উপদেষ্টা: অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী বিপুল সমর্থন পেয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “গত ছয় মাসে বাংলাদেশবিস্তারিত পড়ুন