বাংলাদেশ-ওমানের ম্যাচেও বৃষ্টির আশঙ্কা!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপর থেকে বৃষ্টির ফাড়া যেন কাটছেই না। এশিয়া কাপের ফাইনাল খেলায় মিরপুরে হানা দিয়েছিল বৃষ্টি। দেরি করে শুরু করা সেই ম্যাচ টি-টোয়েন্টি থেকে কমে হয়েছিল ‘টি-ফিফটিন’। এর পরের ঘটনা সবারই জানা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আয়ারল্যান্ডের সঙ্গে বাছাইপর্বের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করতে হয়। আজ রোববার ওমানের সঙ্গে সুপার টেনে যাওয়ার অলিখিত ফাইনালেও বৃষ্টি বাধা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্তত ধর্মশালার আবহাওয়া বার্তা তা-ই বলছে। অ্যাকুওয়েদার ডটকমের তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় ধর্মশালার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। এ মুহূর্তে সেখানকার আকাশ মেঘাচ্ছন্ন। আজ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শেষের অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
অ্যাকুওয়েদার ডটকমের হিসাবমতে, আজ দুপুর থেকেই বৃষ্টি হতে পারে। শুধু দুপুরে নয়, সন্ধ্যা ও রাতেও ধর্মশালায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ দুপুরের পরে বৃষ্টি হয়ে নামবে।
আর সে ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বাংলাদেশ-ওমান ম্যাচটির ভাগ্য আজও নির্ধারণ করে দেবে বৃষ্টি। বৃষ্টিপাতের পরিমাণই বলে দেবে ম্যাচের সময় বদলাবে, দৈর্ঘ্য কমবে নাকি পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচটি।
সুপার টেনে উঠতে মরিয়া বাংলাদেশ দল ও তার লাখো কোটি ভক্তের চোখ এখন তাই ধর্মশালার আকাশে। কিংবা বলা যেতে পারে, আবহাওয়া বার্তা দেয় এমন সব ওয়েবসাইটের পর্দায়।
বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে নিট রানরেটে এগিয়ে থাকায় সুপার টেনে উঠে যাবে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন