বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগে অবৈধদের বহিষ্কার
২৮ জুন- বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার আগে সেখান থেকে সব অবৈধ বিদেশিদের বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে করে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। খবর বারনামা।
জাহিদ হামিদি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসী দপ্তর, পুলিশ, আধাসামরিক স্বেচ্ছাসেবী বাহিনী (আরইএলএ) এবং অন্যান্য সংস্থাগুলোর সাহায্যে পেনিনসুলা, সাবাহ ও সারাউক থেকে অবৈধ বিদেশিদের বিতাড়িত করতে যৌথ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে বৈধভাবে ১৫ লাখ শ্রমিক আনার আগে অবৈধভাবে যারা আছে তাদের মালয়েশিয়া বের করে দেওয়া হবে। তাদের এ সংখ্যা প্রায় ২০ লাখের মতো হবে।’ একই সময়ে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সাহায্যও চাইবে দেশটি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক বাংলাদেশ থেকে যেসব শ্রমিকদের আনার কথা বলেছেন তাদের বিশেষ নির্মাণকাজ, সেবা, উৎপাদন ও বাগানে কাজ করার জন্য নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে রাজনীতির কোনো ব্যাপার নেই। তিনি বলেন, এমন কোনো দেশ পাওয়া যাবে না, যারা বৈধ কাগজপত্র ও ভিসা ছাড়া বিদেশি শ্রমিকদের কাজ করতে দেয়।
উল্লেখ্য মালয়েশিয়া গত সপ্তাহে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন