বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ বিশ্ব সূচকে দুই ধাপ এগিয়েছে

বাংলাদেশ প্রতিযোগিতামূলক সূচকে দুই ধাপ এগিয়েছে। মোট ৩ দশমিক ৭৬ পয়েন্ট পেয়ে ১০৯ থেকে ১০৭ এ উঠে এসেছে বাংলাদেশ। আর ৫ দশমিক ৭৬ পয়েন্টে নিয়ে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। ৫ দশমিক ৬৮ ও ৫ দশমিক ৬১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। এর আগেও এ তিনটি দেশ তালিকার শীর্ষে ছিল। সূত্র ব্লুমবার্গ।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের ১৪০টি দেশের উৎপাদনশীলতার ওপর ভিত্তি করে ২০১৫-২০১৬ সালের জন্য এ তালিকা প্রকাশ করেছে। মোট ১১৩টি বিষয়কে বিবেচনা করে এ সূচক তৈরি করা হয়েছে। প্রতিযোগিতামূলক সূচকে সংশ্লিষ্ট দেশের অবকাঠামো, নতুন রীতি এবং সামস্টিক অর্থনীতির পরিবেশের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে।

প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, নীতিসহায়তা এবং যে সব বিষয়গুলোর অর্থনীতির উৎপাদনশীলতার বিষয়টি নির্ধারণ করে এবং যার মাধ্যমে একটি দেশের সম্ভাবনার বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা তৈরি করা যায় সেটিকে প্রতিযোগিতামূলক হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রতিযোগিতামূলক সূচকে সবচেয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে নেদারল্যান্ডের। ৫.৫০ পয়েন্ট পেয়ে ৮নং অবস্থান থেকে ৫নং এ উঠে এসেছে ইউরোপের এ দেশটি। তবে বড় ধরনের অবনমন হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের। আগের ৫৭নং থেকে ১৮ ধাপ পিছিয়ে তালিকার ৭৫ নম্বরে নেমে এসেছে ব্রিকসভুক্ত এ দেশটি।

তবে ব্রিকসভুক্ত অন্যতম প্রভাবশালী ভারতের বড় ধরনের উত্থান হয়েছে। ৪.৩১ পয়েন্ট পেয়ে ৭১ থেকে ৫৫নং এ উঠে এসেছে আমাদের প্রতিবেশী এ দেশটি। ৩.৪৫ পয়েন্ট পেয়ে তালিকার ১২৬ নম্বরে রয়েছে পাকিস্তান। এর আগে সার্কভুক্ত এ দেশটির অবস্থান ছিল ১২৯ নম্বরে।

সার্কভুক্ত দেশসমূহের মধ্যে পাকিস্তানের অবস্থান সর্বনিম্নে। আমাদের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার ৩.৩২ পয়েন্ট পেয়ে তালিকার ১৩১ নম্বরে রয়েছে। এর আগে দেশটির অবস্থান ছিল ১৩৪ নম্বরে। ২.৮৪ পয়েন্ট পেয়ে তালিকার সর্বনিম্নে রয়েছে গায়না।

এই সংক্রান্ত আরো সংবাদ

নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না

পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিকবিস্তারিত পড়ুন

বুধবার ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতেবিস্তারিত পড়ুন

৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল

৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারিবিস্তারিত পড়ুন

  • নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন যিনি
  • ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
  • ধানমন্ডিতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই
  • চালের আমদানি শুল্ক মওকুফের সুপারিশ
  • নাহিদ: বিজয় অর্জন না হলে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে রেখেছিলাম
  • জামায়াত আমির: ভোটের ময়দানে ফিরে আসার নৈতিক অধিকার নেই আওয়ামী লীগের
  • গাজায় এক বছরের যুদ্ধে ৪৩,০০০ ফিলিস্তিনি নিহত
  • প্রথমবারের মতো জনসভায় বিজয়
  • পটুয়াখালীতে নুরের পক্ষে সাংগঠনিক কার্যক্রম চালাতে বিএনপির নির্দেশ
  • শিল্প কারখানায় ফের গ্যাস সংযোগের সম্ভাবনা, সুখবর নেই গৃহস্থালিতে
  • কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের পাসপোর্ট বাতিল হচ্ছে
  • প্রধান উপদেষ্টার প্রেস উইং: কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার