বাংলাদেশ-ভারত যৌথ সভা ছিটমহলের জমি নিয়ে
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ছিটমহলের জমি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ-ভারতের যৌথ সভা অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুর ১২টা দিকে বুড়িমারী স্থল বন্দরের হলরুমে এনিয়ে আলোচনা শুরু হয়। চলে বিকাল ৬টা পর্যন্ত।
সভা শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার আব্দুল মান্নান সাংবাদিককে বলেন, আলোচনায় বসে আমরা দু’দেশের ছিটমহল সংক্রান্ত ল্যান্ড রেকর্ডস গুলো সার্স করেছি। এতে দু’দেশেরই ছিটমহলে কার কি পরিমান জমি আছে তা নিয়ে আলোচনা হয়েছে।
জমি রেকর্ডস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তিনি বলেন, আমরা শুধু ল্যান্ড রেকর্ডস গুলো বের করছি। জমি রেকর্ড করার দায়িত্ব উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। এরপর কোন আলোচনায় বসা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মধ্যে আর কোন আলোচনা হবে না। তবে আলোচনা হলে হতে পারে জেলা পর্যায়ের ডি এম ডিসি দের মধ্যে ।
প্রায় ৬ ঘন্টাব্যাপি ছিটমহলের জমি সংক্রান্ত আলোচনা সভায় বাংলাদেশের প্রতিনিধিরা হলেন রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার আব্দুল মান্নান, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রা, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লালমনিরহাটের পাটগ্রামের সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মোমিন সদর উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার শরিফুল হক পাটগ্রামের সহকারী সেটেলমেন্ট অফিসার শরিফুল হক প্রমূখ।
ভারতের প্রতিনিধি দলের সদস্যরা হলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাষক ও ভূমি রিফর্ম অফিসার সঞ্জয় কে আর দাস, কোচবিহারের ডব্লিউবিসিএস দেবাশিষ চ্যাটার্জী কোচবিহারের দিনহাটার ভূমি রাজস্ব অফিসার পল্বব কে আর মুখার্জী এবং ভূমি কর্মকর্তা অমিত সংকর দাস মজুমদার, অরিজিত ঘোষ ও দেবাশিষ মুখার্জী
এই সংক্রান্ত আরো সংবাদ
কুমির আতঙ্কে গড়াই নদীর তীরে রাখা হচ্ছে ছাগল-হাঁস
কুষ্টিয়ার গড়াই নদীতে একাধিক কুমিরের “অস্তিত্ব মিলেছে”। ফলে আতঙ্কে নদীতেবিস্তারিত পড়ুন
বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়েছে
ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম ১,০০,০০০ ডলার ছাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা: মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তাদের মুখেই চুনকালি পড়বে
বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রবিস্তারিত পড়ুন