বাংলাদেশ-ভারত যৌথ সভা ছিটমহলের জমি নিয়ে
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ছিটমহলের জমি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ-ভারতের যৌথ সভা অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুর ১২টা দিকে বুড়িমারী স্থল বন্দরের হলরুমে এনিয়ে আলোচনা শুরু হয়। চলে বিকাল ৬টা পর্যন্ত।
সভা শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার আব্দুল মান্নান সাংবাদিককে বলেন, আলোচনায় বসে আমরা দু’দেশের ছিটমহল সংক্রান্ত ল্যান্ড রেকর্ডস গুলো সার্স করেছি। এতে দু’দেশেরই ছিটমহলে কার কি পরিমান জমি আছে তা নিয়ে আলোচনা হয়েছে।
জমি রেকর্ডস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তিনি বলেন, আমরা শুধু ল্যান্ড রেকর্ডস গুলো বের করছি। জমি রেকর্ড করার দায়িত্ব উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। এরপর কোন আলোচনায় বসা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মধ্যে আর কোন আলোচনা হবে না। তবে আলোচনা হলে হতে পারে জেলা পর্যায়ের ডি এম ডিসি দের মধ্যে ।
প্রায় ৬ ঘন্টাব্যাপি ছিটমহলের জমি সংক্রান্ত আলোচনা সভায় বাংলাদেশের প্রতিনিধিরা হলেন রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার আব্দুল মান্নান, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রা, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লালমনিরহাটের পাটগ্রামের সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মোমিন সদর উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার শরিফুল হক পাটগ্রামের সহকারী সেটেলমেন্ট অফিসার শরিফুল হক প্রমূখ।
ভারতের প্রতিনিধি দলের সদস্যরা হলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাষক ও ভূমি রিফর্ম অফিসার সঞ্জয় কে আর দাস, কোচবিহারের ডব্লিউবিসিএস দেবাশিষ চ্যাটার্জী কোচবিহারের দিনহাটার ভূমি রাজস্ব অফিসার পল্বব কে আর মুখার্জী এবং ভূমি কর্মকর্তা অমিত সংকর দাস মজুমদার, অরিজিত ঘোষ ও দেবাশিষ মুখার্জী
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন