বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!

পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে ২২ গজে দারুণ সব মাইলফলক স্পর্শ করেছেন তামিম। এবার তামিমকে দেখা যাবে অন্য এক রুপে। আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে ক্যারিয়ারের প্রথমবারের মতো পূর্ণ সফরে ধারাাভাষ্য দিবেন তিনি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর সেই ম্যাচে বাংলাদেশের হয়ে ধারাভাষ্য দিবেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার।
আন্তর্জাতিক অঙ্গনে ধারাভাষ্য হিসেবে এর আগেই অভিষেক ঘটেছে তামিমের। তবে সেটি ছিল খন্ড পরিসরে। এর আগে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ হোম গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন। তবে সে ক্ষেত্রে তার কোনো চুক্তি ছিল না। এবারই কোনো আন্তর্জাতিক সিরিজে ধারাভাষ্য হিসেবে চুক্তিবদ্ধ হলেন তিনি। ভারতের বিপক্ষে আসন্ন এই সিরিজে ধারভাষ্য হিসেবে আরও থাকবেন- সুনিল গাভাস্কার, দীনেশ কার্তিক, হার্শা ভোগলে ও মুরালি কার্তিক। আর বাংলাদেশ থেকে থাকবেন তামিমসহ আতাহার আলী খান।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই মাঠের বাইরে রয়েছেন তামিম ইকবাল। মাঝে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেললেও ফিটনেসের কারণে আপাদত জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন