বাগমারায় মাদ্রাসা ছাত্রীকে আপত্তিকর ভঙ্গি দেখানোর অভিযোগে জেলহাজতে মৌলভী শিক্ষক !
গতকদিন আগে উপজেলার নন্দনপুর মহিলা দাখিল মাদ্রাসা চত্বরে এক সমাবেশে মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে আপত্তিকর ভঙ্গি দেখানোর অভিযোগ উঠে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ব্যপক আলোচনাসমালোচনার পর অবশেষে গতকাল ১০ অক্টোবর,২০১৬ সোমবার সেই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আবদুল আজিজ নামের অভিযুক্ত ঐ মাদ্রাসা শিক্ষককে তিনমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার মাদ্রাসায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রীর জবানবন্দি গ্রহন করেন এবং বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেওয়া হয় । পরে আদালতে শিক্ষকের শ্লীলতাহানীর অভিযোগ প্রমাণিত হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
ঘটনাসূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে আবদুল আজিজ ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো এবং বিভিন্ন সময়ে ছাত্রীকে আপত্তিকর অঙ্গ ভঙ্গি করে উত্যক্ত করতেন। এনিয়ে ইতিপুর্বে এই শিক্ষক এর এরকম অশোভন আচরনে অতিষ্ঠ হয়ে তার সহপাঠীদের জানিয়েছিল ।
ছাত্রীর সহপাঠীদের কাছ থেকে জানা যায় যে, গত ৪/৫ দিন পূর্বে মাদ্রাসা চত্বরে এক সমাবেশে আপত্তিকর ভঙ্গি দেখানোর বিষয়টি ভিন্ন দিকে প্রভাবিত হয়ে ঘরোয়া ভাবে দেন-দরবার আলোচনা সমালোচনা হয়।
সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি মাদ্রাসার সংলগ্ন বাজারে ফলাও ভাবে প্রচারে সাধারণের মধ্যে বিরুপ প্রভাব পড়ে। এক পর্যায়ে এলাকাবাসী মাদ্রাসার মধ্যে প্রবেশ করে মাদ্রাসা সুপারের কাছে সংশ্লিষ্ট শিক্ষকের ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
অবস্থা বেগতিক দেখে স্থানীয় চেয়ারম্যান বাগমারা থানায় খবর দিলে পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার ঘটনাস্থলে এসে মাদ্রাসা শিক্ষককে ইভটিজিংয়ের অভিযোগে আটক করে।
এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে তিনমাসের কারাদণ্ডদণ্ডাদেশ প্রদান করেন।
সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার এ আদালতের রায় শেষে আজ রাতে পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করেছে।
জানা যায় যে, , উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র আব্দুল আজিজ (৪৯) গত ১৬ বছর আগে উপজেলার নন্দনপুর মহিলা মাদ্রাসায় এবতেদায়ী মৌলভী পদে চাকুরী নিয়ে কর্মস্থলে দায়িত্বপালন করে আসছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, ওই মাদ্রাসার এক ছাত্রীর অভিযোগের পর শিক্ষক আবদুল আজিজকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে আবদুল আজিজ ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন