বাঘের পিঠে সওয়ার হয়ে বসে আছে সরকার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার যেন বাঘের পিঠে সওয়ার হয়ে বসে আছে। সেখান থেকে নামতে পারছে না। তারা এত লুটপাট, গুম-খুন, অপশাসন করেছে যে এখন বিচারের ভয়ে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ইফতার অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘শুধু কথা দিয়ে এ সরকারের পতন ঘটালে হবে না। বাস্তবে আন্দোলন করে সরকারের পতন ঘটাতে হবে। সংগঠনের দুর্বলতার কারণে আমরা সরকার পতনের কাছাকাছি গিয়েও সফল হতে পারিনি। সব কলকারখানা ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ দখল করে নিয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শ্রমিক দলকে সংগঠিত করতে হবে।’
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ মো. আবু জাফর প্রমুখ বক্তব্য দেন। ‘পরগাছা মন্ত্রী’: দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন ঈদের পর খালেদা জিয়ার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ইনুর মতো পরগাছাদের হুংকারে জাতীয়তাবাদী দল বিএনপি ভয় পায় না।
এই সংক্রান্ত আরো সংবাদ
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/10/আনিসুল-হক-900x450-1-700x350.jpg)
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/10/১-624x350.webp)
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/09/1-3-624x350.webp)
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন