‘বাণিজ্য ভিসা ৫ বছরের জন্য দেওয়া হবে’

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ব্যবসায়ীদের সুবিধার্থে বাণিজ্য ভিসা পাঁচ বছরের জন্য দেওয়া হবে। পাশাপাশি পোর্ট এন্ট্রি ভিসাও ভবিষ্যতে দেওয়া হবে।
শুক্রবার দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনে সিঅ্যান্ডএফ এবং আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
ভারতের হাইকমিশনার বলেন, বেনাপোলের ওপারে ভারতের ট্রাক টার্মিনালে বাংলাদেশি ট্রাক চালকরা যাতে সুযোগ-সুবিধা পান সে ব্যাপারে তিনি ওপারের পেট্রাপোল বন্দরের কর্মকর্তাদের নির্দেশ দেবেন।
হাইকমিশনার আরো বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে যাতে দু’দেশের ব্যবসা-বাণিজ্য আরো বৃদ্ধি পায় সে ব্যাপারে যা যা প্রয়োজন তার সব কিছু করা হবে।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ভারত থেকে যাতে বাংলাদেশে কম খরচে রেলযোগে পণ্য আমদানি-রপ্তানি করা যায় সেদিকও দেখবেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ কোকাই, ফার্স্ট সেক্রেটারি ও রেলওয়ে উপদেষ্টা দিবানজন রায়, হাইকমিশন অব ইন্ডিয়া শিশির কাটারি, সেকেন্ড সেক্রেটারি বাণিজ্য হাইকমিশন অব ইন্ডিয়া ও প্রেস সেক্রেটারি রাজন মন্ডল।
অপরদিকে, বাংলাদেশের পক্ষে অ্যাসোসিয়েশনে উপস্থিত ছিলেন বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, জামাল হোসেন প্রমুখ।
বৈঠকে ভারতীয় হাইকমিশনারের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা।
বৈঠক শেষে বেনাপোল রেলস্টেশন, কাস্টমস হাউজ, চেকপোস্ট কাস্টমস এবং আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল পরিদর্শন করেন। এরপর সেখানে থেকে তিনি বেনাপোল কাস্টমস হাউজে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন