বায়রার ইসি মিটিংয়ে বহিরাগত নিয়ে হামলা, নেপথ্যে স্বপন-বাশার
জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) নির্বাহী কমিটির সভায় বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। ফলে সভাটি পণ্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার ইসি মিটিংয়ে অতর্কিত এ ঘটনায় শারীরিকভাবে আক্রমণ ও লাঞ্ছনার শিকার হয়েছেন বায়রার নির্বাচিত স্পোর্টস, রিক্রিয়েশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি রেহানা পারভীন। এছাড়া আহত হন আরও কয়েকজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বায়রার সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উল ইসলামের সভাপতিত্বে ইসি মিটিং শুরু হওয়ার পর অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। মালয়েশিয়া সিন্ডিকেটের অন্যতম হোতা বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনের ইন্ধনে তার সহযোগী নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ মফিজুর রহমান বহিরাগতদের নিয়ে হামলা চালান। নেপথ্যে বায়রার সভাপতি আবুল বাশারেরও জোরালো ইন্ধন রয়েছে।
রুহুল আমিন স্বপন ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক। মালয়েশিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত দাতো আমির নূর আর বাংলাদেশে স্বপন মিলে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর সিন্ডিকেটে নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।
এই সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের লাইসেন্সধারী সব এজেন্সির পরিবর্তে তাদের পছন্দমাফিক কতিপয় এজেন্সিকে দিয়ে বছরের পর বছর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর অভিযোগ ছিল। এই অসাধু কারবারের মাধ্যমে চক্রটি অতিরিক্ত মুনাফা অর্জন ও ইচ্ছামতো অভিবাসন ব্যয় নির্ধারণ করত।
বায়রার সাধারণ সদস্যরা বলছেন, কোনো সিন্ডিকেট প্রথা হবে না। জনশক্তি রপ্তানি হবে উম্মুক্ত। তাছাড়া সামনের ডিসেম্বরে বায়রার নির্বাচন। ফলে সিন্ডিকেটে জড়িতরা উম্মত্ত হয়ে গেছে। তবে সকল ব্যবসায়ীকে কোণঠাসা করে মালয়েশিয়ায় শ্রমশক্তি পাঠানোর কতিপয় নিয়ন্ত্রণকারীদের আর রেহাই হবে না।
জানা গেছে, ইসি মিটিংয়ে সিন্ডিকেট প্রথার বিরুদ্ধে কথাবার্তা হচ্ছিল। কিন্তু সিন্ডিকেটে জড়িতরা সেটি চান না। ক্ষমতার পটপরিবর্তনে সিন্ডিকেটের অনেকেই পলাতক। এমন প্রেক্ষাপটে বহিরাগতদের দিয়েই নজিরবিহীন হামলার ঘটনা ঘটাল সিন্ডিকেট।
এ বিষয়ে হামলা ও লাঞ্ছনার শিকার অ্যাডোবি কমিউনিকশনের ব্যবস্থাপনা পরিচালক, বায়রার স্পোর্টস, রিক্রিয়েশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি রেহানা পারভীন ঢাকা টাইমসকে বলেন, ‘আজকে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি একজন নারী হয়েও হামলার শিকার হয়েছি। আমি মালয়েশিয়া সিন্ডিকেট এ হামলা চালিযেছে। এ ঘটনার বিচার চাই। সিন্ডিকেট প্রথা বাতিল চাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন