বাড়িতে এসেও লোকজনের ভীড়ে মুস্তাফিজ শুধু ‘হ্যাঁ’ আর ‘না’ দিয়েই কথা সারছেন

কেউ ফ্রিজ, কেউ আবার দামী উপহার নিয়ে হাজির হচ্ছেন। কেউ ছবি তুলতে চাইছেন। ‘বালকে’র ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।মুস্তাফিজ বাড়ি পৌঁছান গতকাল রাত এগারোটার দিকে। ঘুমাতে যান তিনটার দিকে। ঘুম থেকে ওঠার পরপরই মা মাহমুদা খাতুনসহ পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের হাতে অনেকটা বাধ্য হয়েই মিষ্টি মুখ করতে হয়েছে তাকে।
এরপরই সেই বিরক্তিকর কাজ কারবার। উঠোনে বেরিয়ে সকালের আলো দেখতে না দেখতে ক্যামেরা দেখে ভো দৌড় মারেন। এরপর আর বের হতেই চাইছিলেন না! পরে স্থানীয় তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হকের অনুরোধে বের হয়ে আসেন।
বের হলেও মুখে টু শব্দটি করেননি। চোখ-মুখে রাজ্যের বিরক্তি নিয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলে গেছেন।
এরই মাঝে জনতা ব্যাংক উজিরপুর শাখা থেকে তাকে সংবর্ধনা দিতে আসেন শাখা ব্যবস্থাপক শেখ শামীম আহম্মদসহ অন্যান্য কর্মকর্তারা। কয়েক মিনিট পর ফ্রিজসহ উপহারের পসরা নিয়ে আসেন কোকাকোলা কোম্পানির কালিগঞ্জ উপজেলা রিসোর্স অফিসার হাবিবুর রহমান।
মুস্তাফিজ শুধু মুখ বুঝে দেখেছেন। আর ছবি তুলেছেন!
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন