বিএনপির নির্বাচনমুখী যাত্রা অব্যাহত রাখার আশাবাদ

পৌর নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নির্বাচনের পথে যে যাত্রা শুরু করেছে, দলটির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন।
এসময় খাদ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই তারা এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের পথে যে যাত্রা তিনি শুরু করেছেন সেই যাত্রা তিনি অব্যাহত রাখবেন। এটিই বিএনপির জন্য মঙ্গলজনক। ভুল পথে হাঁটা, সন্ত্রাসের পথে হাঁটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে না, তাদের মঙ্গল বয়ে আনবে না।’
তিনি আরো বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে ফলাফলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনপ্রিয়তা প্রমাণ হয়েছে।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘অতীতের সকল স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে এই নির্বাচন অত্যন্ত ভাল ও সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন