বিএনপি নেতাদের অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপি নেতাদের অতিথি না করায় শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছেন বিএনপির নেতারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন খেলাধুলায় অংশ নিতে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অর্জুনা ইউনিয়নের ২৩টি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। উদ্বোধনের সময় অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানের নেতৃত্বে স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মী ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন। এতে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান থেকে চলে যান প্রতিযোগিতায় অংশ নিতে আসা বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ব্যাপারে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খান জানান, সাবেক মন্ত্রী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নাম ক্রীড়া প্রতিযোগিতার কার্ডে না থাকায় ও না জানিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় বন্ধ করে দেওয়া হয়।
জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরোয়ার জাহান ঢাকা ট্রিবিউনকে বলেন, “স্থানীয় বিএনপি নেতাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু উদ্বোধনের সময় মঞ্চে না ডাকায় কিছু লোকজন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন।”
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানো হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, “ঘটনাটির ব্যাপারে কেউ জানায়নি।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাম্মৎ পপি খাতুন ঢাকা ট্রিবিউনকে বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন