বিজ্ঞাপনে মুখ দেখাতে পারছেন না মমতা
বিজ্ঞাপনে মুখ দেখাতে পারছেন না মমতা। গোটা পশ্চিমবঙ্গের অধিশ্বরীকে অপেক্ষা করতে আরো দুটি মাস। তারপরও অনিশ্চিত বিজ্ঞাপনে মুখ দেখানো। অথচ নতুন বছরেই বিধানসভা ভোট রাজ্যে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ, তাই রাজ্য সরকারের বিজ্ঞাপনে ব্যবহার করা যাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।
এ অবস্থা থেকে বাঁচতে রাজ্য তাই আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু লাভ হল না তাতে। মঙ্গলবার ছিল আর্জির শুনানি। কেন্দ্রীয় সরকার মাঝপথে এই মামলায় ঢুকে পড়ায় ১২ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। ফলে আরও মাস আড়াই রাজ্য সরকারের বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর ছবি ছাপার কোনও সুযোগই নেই। আর এরপরে ভোটের ঘোষণা হয়ে গেলে নির্বাচনী আচরণবিধির লাগামে বাঁধা পড়বে সরকার। খবর আনন্দবাজার অনলাইনের।
একটি স্বেচ্ছাসেবী সংস্থা সরকারি বিজ্ঞাপনে নেতা-মন্ত্রীদের ছবি দিয়ে রাজনৈতিক স্বার্থ মেটানোর বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছিল। তারই সূত্রে সুপ্রিম কোর্ট গত মে মাসে রায় দেয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না। বিপদে পড়ে পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও কর্নাটকের মতো অ-বিজেপি রাজ্য সরকারগুলো রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।
তারই শুনানিতে মঙ্গলবার সব রাজ্যের বক্তব্য শোনার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি জানান, তারাও এই রায়ের পুনর্বিবেচনা চাইছেন। মঙ্গলবারই কেন্দ্র এ বিষয়ে আর্জি জমা দিয়েছে। বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ জানিয়ে, কেন্দ্রের বক্তব্য খতিয়ে দেখে পরের শুনানি হবে ১২ জানুয়ারি।
এতেই বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। হতাশ রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আদালতের খবর শুনেই ফোনে তিনি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের সঙ্গে কথা বলেন। ফের আদালতে আর্জি জানানো যায় কি না, তা নিয়েও আলোচনা হয়। কিন্তু সিব্বল তাকে জানান, আপাতত আর কিছু করার নেই।
আদালত পরের শুনানির দিন জানিয়ে দেওয়া সত্ত্বেও পরের শুনানি পর্যন্ত রাজ্যের জন্য সুরাহা আদায়ের একটা শেষ চেষ্টা চালান সিব্বল। তিনি আর্জি জানান, জানুয়ারির এখনও অনেক দেরি। পরের শুনানি পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের সুবিধা পাচ্ছে। তাই রাজ্যকেও মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহারের সুবিধা দেওয়া হোক। কিন্তু বিচারপতি গগৈ জানান, আপাত ভাবে ১২ জানুয়ারির অনেক দেরি বলে মনে হলেও আসলে আর ৩০টি কাজের দিন বাকি।
সরকারি কর্তাদের একটি অংশ অবশ্য এর মধ্যে রাজ্যের মঙ্গলই দেখছেন। কারণ, নেতা-মন্ত্রী, মায় মুখ্যমন্ত্রীর ছবি ছাপা বন্ধ থাকায়, বিজ্ঞাপনের ব্যয়বহরও কমে এসেছে। রাজ্যের সাশ্রয়ই হচ্ছে এতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন
কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন