বিজয় দিবসের অনুষ্ঠানে প্রার্থী নয়: ইসি
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রার্থীদের উপস্থিত না থাকতে ‘সতর্ক’ করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ মঙ্গলবার ইসির উপ সচিব সামসুল আলম স্বক্ষরিত একটি চিঠি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্দেশনা দিতে ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে ইসি।
বিজয় দিবসের অনুষ্ঠানের সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আগাম সতর্কতা জানিয়ে চিঠি দেওয়া হল বলে উল্লেখ করা হয় চিঠিতে।
“পৌর নির্বাচনী এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বা মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যসহ অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। তবে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না” রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে বলা হয়।
এ অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত কোনো বক্তব্য বা আলোচনা না করার জন্যে ইসি নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে। সেই সঙ্গে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অনুষ্ঠান শেষে নির্বাচনী এলাকা ছাড়লে ইসিকে অবহিত করে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













