‘বিদেশিদের তুলনায় স্থনীয়রাই বেশি যোগ্য’

দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। হাইপারফরম্যান্স ক্যাম্পে স্পিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন তিনি। আগামীদিনের সাকিবদের খোঁজে নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই বাঁ-হাতি স্পিনার।
দায়িত্বের প্রথম দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রফিক জানিয়ে দিলেন তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আর তাঁর ধারণা বিদেশি কোচদের তুলনায় স্থানীয়রাই বেশি যোগ্য।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের রফিক বলেন, ‘আমি নতুন যে দায়িত্ব পেয়েছি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। তৈরি করতে চাই আগামীদিনের সাকিব-সাকলাইন। যারা দেশের জন্য সাফল্য নিয়ে আসবে।’
তা ছাড়া বিদেশিদের তুলনায় স্থানীয়দের এগিয়ে রেখেছেন সাবেক এই তরাকা, ‘আমি মনে করি, বিদেশি কোচদের তুলনায় আমাদের স্থানীয়রাই ভালো কাজ করছে। তারাই পারবে নতুন নতুন প্রতিভা তুলে আনতে।’
রফিক খেলা ছেড়েছেন বহু আগে, সেই ২০০৮ সালে। অবশ্য এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমে সম্পৃক্ত হননি তিনি। দীর্ঘদিন পর সম্পৃক্ত হয়ে তিনি আশাবাদী দেশের জন্য কিছু করতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন