‘বিপত্তি’ কাটিয়ে ঈদে মুক্তি পাচ্ছে ‘নবাব’ ও ‘বস টু’
অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে ঈদের বহুল আলোচিত দুই ছবি ‘নবাব’ ও ‘বস ২’। ছবি দুটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সেন্সর বোর্ডের সদস্য নাসিরুদ্দিন দিলুও বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর থেকে ছবি দুটি দেখেছেন বোর্ডের সদস্যরা। এরপর সন্ধ্যায় সদস্যরা এ চলচ্চিত্র দুটি বিনা কর্তনে ছাড়পত্র দিতে সম্মত হোন।
আলিমুল্লাহ খোকন বলেন, আমরা একটু আগে জানতে পেরেছি ছবি দুটি প্রদর্শন শেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। যার কারণে আলোচিত এ ছবি দুটির মুক্তি পেতে আর কোনো বাঁধা রইলো না।
এর আগে ‘চলচ্চিত্র ঐক্যজোট’ যৌথ প্রযোজনার দুই ছবি (নবাব ও বস ২) নীতিমালা মানেনি অভিযোগ তুলে তথ্যমন্ত্রণালয়ে একটি চিঠি দেয়। এরপর তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যেতে থাকে। এরইমধ্যে ছবি দুটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এখন আর ছবি দুটি এই ঈদে মুক্তি পেতে কোনো বাঁধা রইলো না।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন