বিপাশা কবিরের বিয়ের গুঞ্জন!

গোপনে বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পি। ঢালি পাড়ায় চলছে এই নায়কের বিয়ের গুঞ্জন। তার রেস ফুরাতে না ফুরাতেই গুঞ্জন উঠেছে এবার নাকি গোপনে বিয়ে করে ফেললেন আইটেম কুইন ও নায়িকা বিপাশা কবির। পাত্র প্রবাসী মাসুম পারভেজ।
এই বিষয়ে বিপাশা কবিরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যেতে চান। শনিবার সন্ধ্যায় বলেন, ‘এমন খবর শুনে আমি বিব্রত। বিয়ে করলে চুপি চুপি কেন করব। ঢাক-পিটিয়ে সবাইকে জানিয়েই করব।’
এদিকে অনেক দিন ধরেই চলচ্চিত্র পাড়ায় খবর রটেছে মাসুম পারভেজের সঙ্গে প্রেম করছেন তিনি। বিপাশা ও মাসুম পারভেজকে ঢাকার বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। তা ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় পারভেজের ছবি আপলোড করতে দেখা গেছে এই নায়িকাকে।
পারভেজের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এমন একটি ছবি বিপাশা তার ফেসবুকের কভার পেজে ব্যবহার করেছেন। সেখানে ক্যাপশনে লেখেন ‘শুধুই আমার…।’
মাসুম পারভেজের ছবি আপনার ফেসবুকে কেন? এমন প্রশ্নের জবাবে বিপাশা বলেন, ‘মাসুম পারভেজ আমার ভালো বন্ধু। এর বাইরে আর কিছুই না। আর বন্ধুর ছবি ফেসবুকে দিতেই পারি।’
জানা গেছে, নোয়াখালীর ছেলে মাসুস পারভেজ বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছেন। আর বিপাশা সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন