বিপিএলে যোগ দিচ্ছেন আরোও ২ বিদেশী ক্রিকেটার ডেভিড মিলার ও আনোয়ার আলী
রংপুর রাইডার্সের সাথে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফিকার ডেভিড মিলার ও পাকিস্তানের আনোয়ার আলী। চট্টগ্রাম পর্ব থেকেই এ তারকা দুই ক্রিকেটারকে রংপুর রাইডার্সের ডাগ-আউটে দেখা যাবে বলে দলটির পক্ষ থেকে জানা গেছে। মূলত দলের ব্যাটিংটাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ তারকা ক্রিকেটারকে দলে ভিড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত আসরে তৃতীয়স্থানে থেকে বিপিএল মিশন শেষ করা রংপুর রাইডার্স চলতি একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬ আসরে দারুণ সূচনা করেছে। প্রথম দুই ম্যাচে দাপটে জয় তুলে নেওয়ার পর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়রথ থামে দলটির। প্রথম দু’ম্যাচে দাপুটে ক্রিকেট খেললেও ঢাকার বিপক্ষে ম্যাচে রাইডার্সদের ব্যাটিংটা নড়বড়ে মনে হয়।
যার ফলে বোলিং বিভাগের সাথে ব্যাটংটা আরো শক্তিশালী গড়ার প্রত্যয়ে দলে নতুন বিদেশি ক্রিকেটার যুক্ত করার দিকে নজর দেয় ফ্যাঞ্চাইজি। ডেভিড মিলার ও পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলীকে রংপুর রাইডার্সে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে দলটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘আনোয়ার আলী পাকিস্তানি অলরাউন্ডার উনি চট্টগ্রাম ম্যাচে যোগ দিবে ডেভিড মিলারও যোগ দিবে। এ নিয়ে আশাবাদী আমরা, প্রতিটা ম্যাচই আমরা জয়ের জন্য খেলবো।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন