বিপিএল ক্যারিয়ারে মাহমুদউল্লাহর সেরা ইনিংস
বিপিএলের চলতি আসরে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অপরাজিত ৬২ রানের ইনিংসের ওপর ভর করেই খুলনা ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করায়।
শুধু তাই নয়, এটা বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদের চতুর্থ হাফসেঞ্চুরি এবং সর্বোচ্চ সংগ্রহও। এখন পর্যন্ত বিপিএলে ৪২ ম্যাচ খেলে ৬৪ চার ও ২৪ ছক্কায় তিনি ৮০৫ রান করেছেন। যেখানে তার হাফসেঞ্চুরির সংখ্যা চারটি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে তার অবস্থান চতুর্থ।
ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদকে লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা মেরে চলতি আসরের প্রথম হাফসেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ। ৩৯ বলে দুই চার ও চার ছক্কায় তিনি এই মাইলফলকে পৌঁছান। শেষ পর্যন্ত শহীদের বলে আউট হওয়ার আগে ৪৪ বলে চার ও চার ছয়ে তিনি তার ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন।
ক্রিজে নেমেই নিজের খেলা তৃতীয় বলে ডাউন দ্য উইকেটে এসে লং অনের উপর দিয়ে সানজামুল ইসলামকে বিশাল এক ছয় মারেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দ্বিতীয় ছক্কাটি এসেছে প্রসন্নার বলে। ফুলার লেন্থের বলটিতে সোজা ব্যাটে সীমানা ছাড়া করেছেন খুলনা টাইটানসের এই অধিনায়ক। আর বাকি দুটি ছক্কা এসেছে মোহাম্মদ শহীদের বল থেকে।
চলতি আসরে শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাজিকে ম্যাচ জিতেছে খুলনা। রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া ব্যাট হাতে ছোট ছোট বেশ কয়েকটি কার্যকরী ইনিংস রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন