বিরক্ত অভিভাবকগন নগ্ন নারীদের কীর্তি দেখে
টাইমস স্কোয়ারের রাস্তায় নগ্ন নারীদের কীর্তিতে কার্যত বিরক্ত অভিভাবকেরা। তাদের অভিযোগ, ব্যস্ত এই রাস্তায় একদল নারী নগ্ন হয়ে পর্যটকদের সঙ্গে ছবি তোলাকে কার্যত পেশা বানিয়ে ফেলেছেন। বিশেষ করে, ছোট ছেলেমেয়ে দেখলেই তাদের কাছে এগিয়ে আসছেন এই নারীরা।
এদের গায়ে এক টুকরো সুতো পর্যন্ত নেই। রয়েছে শুধু বডি পেইন্ট। দেশাত্মবোধক ছবি আঁকা গোটা শরীরে জুড়ে। আর এহেন আপত্তিকর অবস্থায় ছবি তোলার জন্য এই নারীরা চার্জ করছেন ১০ ডলার করে। প্রতি বছর যেন সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। টাইমস স্কোয়ারের বৈশিষ্ট্য এই নগ্ন বডি পেইন্টেড নারীরা। অনেক পর্যটক এই নগ্ন নারীদের সঙ্গে ছবি তোলার জন্য পয়সা খরচ করেন।
কিন্তু দিন দিন এই মডেলদের চাহিদা ও অত্যাচার বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেক মার্কিনি অভিভাবক। ৩৮ বছরের ওডেসা লেইচ বলছেন, “আমি একটি উৎসবের জন্য কয়েকদিন আগেই টাইমস স্কোয়ারে গিয়েছিলাম। সেখানে এই ন্যুড মডেলদের অত্যাচারে আমি মোটেও খুশি হইনি। আমি চাই না আমার ১২ বছরের ছেলে ও তিন বছরের ছোট্ট মেয়েটির আশেপাশে এরা আসুক।”
আরেক অভিভাক পারফিয়াত মাতিমুরা বলছেন, “আমি জানি নিউইয়র্ক নিজস্ব মত প্রকাশের শহর। কিন্তু এখানে যে বহু ছোট ছোট শিশুও রয়েছে তাদের কথাও মনে রাখতে হবে। যদিও এই অভিযোগ মানতে নারাজ শিল্পীরা। তাদের দাবি, শৈল্পিক কলাকৌশল প্রকাশের জন্য এক নগ্ন নারীর শরীরের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে।
(১৭ আগস্ট/এসইউএল)
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন