বিরতিকে কাজে লাগাতে চায় খুলনা টাইটান্স
লম্বা বিরতিই মিলেছিলো। টানা ম্যাচ খেলার পর পাঁচদিনের বিরতি পেয়েছিলো খুলনা টাইটান্স। ১৩ নভেম্বরের পর ১৯ নভেম্বর ম্যাচ খেলতে মাঠে নামবে চার ম্যাচে তিন জয় পাওয়া খুলনা। পাঁচ দিনের এই বিরতিকে সুযোগ হিসেবেই দেখছেন খুলনার স্পিনার মোশারফ হোসেন রুবেল।
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার চট্টগ্রাম পর্ব শুরু করবে খুলনা টাইটান্স। লম্বা বিরতি মেলায় একটু গুছিয়ে এই ম্যাচে মাঠে নামা যাবে বলে মনে করছেন মোশাররফ রুবেল। তার মতে এই বিরতি পাওয়ায় অনেক কিছু নিয়ে কাজ করার সুযোগ হয়েছে।
বাঁহাতি এই স্পিনার বলছেন, ‘আমরা ঢাকায় পাঁচ দিনে চারটা ম্যাচ খেলেছি। চট্টগ্রামে হয়তো বিরতিটা একটু বেশি পড়েছে। এটা আমাদের একদিক থেকে ভালোই হয়েছে। এখানে আমরা পরিবেশ, উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। নেট হচ্ছে, বোলাররা বোলিং করছে। শারিরিক দিক থেকে যাদের ঘাটতি ছিল তারাও রিকভারি করার চেষ্টা করছে। সবমিলিয়ে আমাদের জন্য ভালো হয়েছে।’
পাঁচ ম্যাচে চার জয় পাওয়া ঢাকা ডায়নামাইটসকে শক্তিশালী প্রতিপক্ষই মানছেন রুবেল, ‘ঢাকা খুব ভালো খেলছে। তারা জয়ের মধ্য রয়েছে। টিম কম্বিনেশন অনেক ভালো। অনেক ভেরিয়েশন আছে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। সেরাটা খেলতে পারলে যে কোনও দলকেই হারানো সম্ভব। ওইটাই আমাদের লক্ষ্য।’
অবশ্য শুধু ঢাকা নয়, ফরম্যাটটা টি-টোয়েন্টি হওয়ায় সব দলকেই এগিয়ে রাখছেন তিনি, ‘টি-টোয়েন্টি আসলে যে কোনও দলের জন্যই চ্যালেঞ্জিং। এখানে যে যেদিন ভালো খেলবে তাদেরই জেতার সম্ভাবনা থাকে। এখানে প্রেডিক্ট করা যায় না। অনেক সময় ভালো দল হলেই যে ভালো খেলবে তা কিন্তু নয়। যারা নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলবে তাদেরই সুযোগ থাকে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন