বিরোধী দলের সঙ্গে দ্রুত কার্যকর সংলাপও চায়: বিএনপি
দলীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে স্বাভাবিক পরিবেশের নিশ্চয়তা চায় বিএনপি। পাশাপাশি বিএনপি আগাম জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সচল ও কার্যকর করতে বিরোধী দলের সঙ্গে দ্রুত কার্যকর সংলাপও চায়। শনিবার সকালে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে রিপন বলেন, প্রতিটি রাজনৈতিক দল তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটাই স্বাভাবিক। সরকারের তরফ থেকেও বলা হচ্ছে, বিএনপি তার স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারবে। কিন্তু পরিতাপের বিষয় দেশের প্রধান বিরোধী দল বিএনপি তাদের স্বাভাবিক কোনো কর্মকাণ্ড চালাতে পারছে না। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করে রাখা হয়েছে।
আমরা সরকারকে বলতে চাই, বিএনপি তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। এক্ষেত্রে আমরা স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশের নিশ্চয়তাও চাই। তিনি আরও বলেন, পরিবেশ স্বাভাবিক করতে হলে প্রথম পদক্ষেপ হিসেবে বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। পাশাপাশি প্রত্যাহার করতে হবে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা।
বিএনপির এ মুখপাত্র বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নামে দায়ের করা বিগত দিনের অসংখ্য মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশে তাদের (ক্ষমতাসীন দলের) নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার করা হলেও অত্যন্ত পরিতাপের বিষয়- বিরোধী দলের নেতাকর্মীদের নামে কোনো মামলা প্রত্যাহার করা হয়নি।
সংবাদ সম্মেলনে রিপন বলেন, বিএনপি চেয়ারপারসন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার নামে দায়ের করা মামলা মোকাবিলা করছেন। একইভাবে যদি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের নামে দায়ের করা মামলাগুলো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের মাধ্যমে নিষ্পন্ন করতেন তাহলে আমাদের কোনো আপত্তি থাকত না। বিএনপিকে দুর্বল করার জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের নামে মামলাগুলো প্রত্যাহার না করে সচল রাখা হচ্ছে বলে অভিযোগ করেন রিপন।
রিপন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় নেতাকর্মীকে কারাগারে রেখে কখনই কোনো রাজনৈতিক দলকে চূড়ান্তভাবে দুর্বল করা যায় না। এটি প্রমাণিত। ক্ষমতাসীনদের বলতে চাই, আপনাদের এসব পদক্ষেপ ভুল। হয়তো সাময়িকভাবে লাভবান হলেও কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। এতে করে সরকারের বিরুদ্ধে জনগণের অসন্তুষ্টি ও ক্ষোভ বাড়বে এবং দুর্বল হয়ে পড়বে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো।
রিপন বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হলে শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন। কিন্তু ক্ষমতাসীনরা তা না করে কীভাবে বিএনপিকে নির্মূল বা ধ্বংস করা যায় সে লক্ষ্যেই এগোচ্ছে। আমরা সরকারকে এই নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, সরকার হয়তো মনে করতে পারে, বিরোধী দল বিএনপি হয়তো দুর্বল হয়ে গেছে, তাই তাদের সঙ্গে আলোচনা করার কোনো দরকার নেই। কিন্তু বিরোধী দলকে দুর্বল ভাবতে ভাবতে সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলেছে। সে জন্য দেশে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে যা সরকার সামাল দিতে পারছে না।
রিপন বলেন, সরকার বিরোধী দলকে চাপের মুখে রাখতে গিয়ে নিজেই চাপের মুখে পড়েছে। আমরা আশা করি, এসব পথ পরিহার করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, আগাম জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে একটি কার্যকর সংলাপে বসবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সহদফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন
১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
১৭ বছর পর খুলে দেওয়া হলো বিএনপির ভাইস চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন