বিশ্বকাপে ছয়ের রাজা ওপেনার তামিম ইকবাল!

ছয়ের রেকর্ডের কথা মাথায় এলেই ভেসে ওঠে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, এবি ডি ভিলিয়ার্সদের মতো মারকুটে ব্যাটসম্যানদের কথা। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় মারার রেকর্ডে সবাইকেই পেছনে ফেলে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। এবারের আসরে সবচেয়ে বেশি ছয় মেরেছেন, এমন ব্যাটসম্যানদের তালিকায় এখন পর্যন্ত সবার ওপরে আছে তামিমের নাম।
পাঁচটি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে তামিম এখন পর্যন্ত হাঁকিয়েছেন ১৪টি ছয়। ছয় ইনিংসে ব্যাট করে ১১টি ছয় নিয়ে তামিমের পরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয়ের মালিক গেইলও এখন পর্যন্ত মেরেছেন ১১টি ছয়। তবে গেইল অবশ্য ব্যাট হাতে মাঠে নেমেছেন মাত্র দুটি ইনিংসে। ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানের দারুণ ইনিংস খেলার পথেই গেইল মেরেছিলেন ১১টি ছয়।
ছয়ের মতো সবচেয়ে বেশি চার মারার কৃতিত্বটিও এখন পর্যন্ত আছে তামিমের দখলে। পাঁচ ইনিংসে তামিম মেরেছেন মোট ২৪টি চার। ২১টি চার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শেহজাদ।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রানও এখন পর্যন্ত সংগ্রহ করেছেন তামিম। পাঁচ ইনিংসে ৯৭.৩৩ গড়ে তামিমের সংগ্রহ ২৯২ রান। ছয় ইনিংস খেলে ১৯৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শেহজাদ। তাঁর ব্যাটিং গড় অবশ্য অনেক কম। মাত্র ৩৩। ব্যাটিং গড়ের হিসাবে তামিমের আগে আছেন শুধু একজন। গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই মারমুখী ওপেনারের গড় চলে গেছে একশর ওপরে। ১০৪।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন