‘বিশ্বের ক্ষুদ্রতম ফোন’ বিক্রির সঙ্গে বাড়াচ্ছে চিন্তা

দাবি করা হচ্ছে এটাই বিশ্বের ‘বিশ্বের ক্ষুদ্রতম ফোন’, আকার মোটামুটি এক আঙ্গুলের সমান হবে। প্রায় পুরোটাই তৈরি প্লাস্টিকে। ওজনেও খুব হালকা, মাত্র ১৮ গ্রাম। তাই লং-সিজেড মডেলের মিনি মোবাইল ফোনটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেতাদের মাঝে। সেই সঙ্গে এই ফোনের কারণে আইরিশ জেলখানা কর্তৃপক্ষকে পড়তে হচ্ছে না ঝামেলায়।
ফোনটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে আইরিশ জেলখানাগুলোতে। ছোট্ট এই মোবাইল ফোনটি মাত্র ৬৮ মিলিমিটার লম্বা এবং ২৩ মিলিমিটার চওড়া। পুঁচকে ফোনটাকে তাই সহজেই লুকিয়ে কারাগারে ঢুকিয়ে দেয়া যায়। প্রায় পুরোটাই প্লাস্টিকের তৈরি হওয়ায় আইরিশ জেলের স্ক্যানারেও ধরা পড়ে না ফোনগুলো।
২০০৮ সালে আয়ারল্যান্ডের বেশ কিছু কারাগারে অত্যাধুনিক প্রযুক্তির শক্তিশালী বডি অরফাইস সিকিউরিটি স্ক্যানার বা ‘বস’ (BOSS) বসানো হয়।
শক্তিশালী এই এক্সরে স্ক্যানারগুলোতে বাকি সবকিছু ধরা পড়লেও লং-সিজেড মিনি ফোনগুলো ঠিকই পার পেয়ে যায়।
তাই ‘বিশ্বের ক্ষুদ্রতম ফোন’ আখ্যায় বাজারজাত করা ফোনটি বিক্রি হচ্ছে ব্যাপক হারে। এবং তার বেশিরভাগই যাচ্ছে কারাগারে, আসামীদের ব্যবহারের জন্য।
অনলাইনে মাত্র ২৫ ব্রিটিশ পাউন্ড বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ হাজার টাকা মূল্যে পাওয়া যাচ্ছে লং-সিজেড।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন