বিয়ের পিঁড়িতে আর বসা হচ্ছে না বিপাশা বসু ও করণ সিংএর

বিয়ের পিঁড়িতে আর বসা হচ্ছে না বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের! স্ত্রী জেনিফার উইনগেটের সাথে পাকাপাকিভাবে ছাড়াছাড়ি হয়ে যাওয়া করণ এখন ঝাড়া হাত-পা। অথচ এই মুহূর্তে বিপাশার জীবনে নতুন বাধা হয়ে হাজির হয়েছেন করণের মা! সূত্র- বিজনেস অব সিনেমা।
বিপাশার সঙ্গে করণের প্রেম করা নিয়ে বিস্তর আপত্তি রয়েছে করণের মায়ের। আর তার কারণ বিপাশার অতীত। নানা সময়ে বিপাশা সম্পর্কে জড়িয়েছেন বলিউডের বহু অভিনেতার সঙ্গে। আর সেসব সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে। তাই বিপাশাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে একটু সমস্যাই হচ্ছে তার।
অন্যদিকে, করণের ব্যক্তিগত জীবনও তরল জলের মতো সরল নয়। ইতোমধ্যে দু’বার বিয়ে ভেঙেছে করণের। তাই বিপাশার পরিবার থেকেও প্রাথমিকভাবে আপত্তি জানানো হয়েছিল দু’জনের সম্পর্ক নিয়ে। কিন্তু পরে নিজের বাড়ির লোকজনকে রাজি করিয়ে নেন নায়িকা। করণের সঙ্গে দেখাও করেন তার পরিজনরা।
অবশ্য এত কিছুর পরেও বিপাশাকে ইতোমধ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছেন করণ, এমনটাই মনে করছে বলিউড। মিডিয়ায় গুঞ্জন, বিপাশা নাকি তার রিং ফিঙ্গারের নতুন হিরের আংটিটি বেশ ভাল মতোই মেলে ধরেছেন ক্যামেরার সামনে।
তবু শেষ বেলায় করণের মায়ের আপত্তিতে সম্পর্কের জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন