বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বুধবার দিনটি আপনার কেমন যাবে, রাশিফল জেনি নিন

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও বুধ । ৫ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বুধের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা ঃ ৫,১৪,২৩। আপনার শুভ বর্ণ: সাদা ও সবুজ। শুভ গ্রহ ও বার: শুক্র ও বুধ। শুভ রত্ন: পান্না ও হীরা।

চন্দ্রাবস্থান: আজ চন্দ্র বৃশ্চিকে অবস্থান করবে। ৪র্থী তিথি দুপর: ১২:২৪ পর্যন্ত পরে ৫মী তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): হাসপাতাল ও ক্লিনিক ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। হটাৎ করে চিকিৎসকদের আয় বৃদ্ধির সুযোগ আসবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। অনৈতিক কোন কাজের সাথে না জড়ানোই ভালো। জুয়ারীরা কিছু লাভ আশা করতে পারেন।

বৃষ রাশি ( ২১ এপ্রিল- ২০ মে): খুচরা দোকানদারি ব্যবসায় ভালো আয় হবার সম্ভাবনা। স্ত্রীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। অংশীদারি ব্যবসায় অংশিদারদের সাথে কোন আলাপ আলোচনা চলতে পারে। ছোট খাটো ভ্রমনের যোগ দেখা যায়।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ আপনার বাড়ীর কাজের লোকেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো কর্মচারীর কারনে খুচরা বিক্রেতারা ঝামেলায় পরবেন। কোনো কাষ্টমারের সাথে ঝগড়া বিবাদ দেখা দেবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। গোপন শত্রুতার সম্মূখীন হবার আশঙ্কা। গৃহ থেকে কোনো মূল্যবান দ্রব্য চুরি হতে পারে।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে। আজ অভিনয় শিল্পীরা ব্যস্ত থাকবেন। সন্তানকে নিয়ে কোন পার্কে বেড়াতে যাবার যোগ প্রবল। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক সন্তানের জন্য ভ্রমনের যোগ রয়েছে। প্রেম রোমান্স শুভ। দেখা হতে পারে।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। গৃহস্থালী প্রয়োজনিয় দ্রব্য ক্রয় করতে যেতে পারেন। মায়ের সাথে কোথাও বেড়াতে যাবার সম্ভাবনা রয়েছে। ভূমি সংক্রান্ত কোন সমস্যার মিমাংশা হবে। যানবাহন ক্রয়ে লাভবান হবেন।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): গৃহে ছোট ভাই-বোনের আগমন হতে পারে। গার্মেন্টস ব্যবসায়ীদের বায়ারদের সাথে মিটিং সফল হবে। বস্ত্র বিক্রেতাদের আয়ের যোগ প্রবল। বৈদেশীক যোগাযোগ শুভ। স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো লাভ আশা করতে পারেন। আজ ফটোগ্রাফারদের দিনটি ভালো যাবে। সাহস ও পরক্রম বৃদ্ধি পাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আর্থিক সঙ্কটের অবসান আশা করা যায়। ব্যবসায় ভালো বেচাকেনার যোগ রয়েছে। বাড়ীতে আত্মীয় সমাগম হবে। কোনো ভোজের আয়োজন করতে পারেন। জাতিকাদের হাতে কিছু বাড়তি টাকা আসাতে সঞ্চয়ের সুযোগ বাড়বে। রেস্টুরেন্ট ব্যবসা ও ফাস্টফুড ব্যবসায় লাভের যোগ প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ): সকাল পর্যন্ত মানসিক অশান্তিতে ভুগতে পারেন। সকাল ১০ টার পরে মানসিক অশান্তি দূর হয়ে যাবে। পারিবারিক ক্ষেত্রে কোনো ভালো ঘটনা ঘটার সম্ভাবনা। কোনো সামাজিক অনুষ্ঠানে বিকেলে অংশ নিতে পারেন। বুদ্ধিজীবীদের দিনটি লাভদায়ক হতে পারে। জীবন সাথীর সাহায্য লাভের যোগ প্রবল।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সকালে বিকাশ বা মানিগ্রামের মাধ্যমে কিছু টাকা পাবেন। দুপরের দিকে ব্যয় বৃদ্ধির যোগ প্রবল। হটাৎ করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ভ্রমন যোগ প্রবল। ট্রাভেল এজেন্সী ব্যবসায় বন্ধের দিনেও ভালো আয় রোজগার হবে। ট্রান্সপোর্ট ব্যবসায় লাভের যোগ কম।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী ): পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না।হটাৎ কিছু টাকা হাতে আসতে পারে। বকেয়া বিল আদায়ের জন্য পাইকারী ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি ফিরে পাবেন। আজ কোন বন্ধুর বাড়ীতে সকলে মিলে আড্ডা দেবার যোগ রয়েছে। বড় বোনের বিয়ের আয়োজনে ব্যস্ত থাকতে পারেন। কিছু কাজে বড় ভাই এর সহযোগীতা লাগবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): গৃহস্থালী কাজে ব্যস্ততা বাড়বে। কর্ম সংক্রান্ত যোগাযোগে সুফল আশা করা যায়। বেকাররা কোনো ইন্টারভিউ দিতে পারেন। সামাজিক কাজে অংশ নেবার যোগ প্রবল। রাজনৈতিক কাজে সাফল্য আশা করা যায়। সাংবাদিকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): ধর্মীয় ও সেবামূলক কাজে অংশ নিতে পারেন। উচ্চ শিক্ষার্থীরা ভর্তি যুদ্ধে অবতির্ন হবেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। দূরের যাত্রা শুভ। ভাগ্য উন্নতিতে কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

শুক্রবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন

আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতকবিস্তারিত পড়ুন

শুক্রবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মেষ,বিস্তারিত পড়ুন

শুক্রবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক/জাতিকা।বিস্তারিত পড়ুন

  • প্রেমিক-প্রেমিকার রাশি অনুযায়ী দিন ভ্যালেন্টাইন্স গিফট
  • সোমবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন
  • শুক্রবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন
  • বুধবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন?
  • রবিবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন
  • বুধবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন?
  • সোমবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন
  • শনিবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন
  • শুক্রবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন
  • বৃহস্পতিবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন
  • মঙ্গলবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন
  • শুক্রবার দিনটি কেমন যাবে ? বলে দেবে আপনার রাশিফল, জেনে নিন