বৃদ্ধ গৌতমে মজে আছে রাধিকা
রিল দুনিয়ায় অহল্যা গৌতমের পুতুল খেলার সঙ্গিনী। শরীর নয়, তাঁর মন পরিণত হয়েছে পাষাণে। গৌতম তাঁকে দিয়েছে এক অভিশপ্ত জীবন।
তা সত্ত্বেও বৃদ্ধ গৌতমে মজে আছে রাধিকা। প্রকাশ্যে জানালেন, ” সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি তাঁর ভালোবাসার কথা”। রাধিকা বলেন “সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসবে প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি দেখি। তারপর থেকেই আমি সৌমিত্রের ফ্যান”।
‘রূপকথা নয়’ ছবিতে প্রথমবার স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছিল রাধিকা- সৌমিত্র। রাধিকার কথায়, ” আমি মনে করেছিলাম ওঠাই আমার সৌমিত্রের সঙ্গে শেষ ছবি। তবে সুজয় আমার আরেকটা সুযোগ করে দিয়েছে এতো বড় একজন অভিনেতার সান্নিধ্য পেতে”।
রামায়ণের অহল্যা, ইন্দ্র ও গৌতম মুনির কাহিনিটিকে থ্রিলারের মোড়কে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন সুজয় ঘোষ। সম্প্রতি অনলাইনে মুক্তি পেল সুজয় ঘোষের ১৪ মিনিটের শর্টফিল্ম ‘অহল্যা’। অনেকে বলেছেন ‘অহল্যা’ নাকি বিশ্ববিখ্যাত সাহিত্যিক রোয়াল্ড ডালের একটি গল্প অবলম্বনে তৈরি?
এই জল্পনা উড়িয়ে দিয়ে সুজয়ের দাবি, ” ‘অহল্যা’ রোয়াল্ড ডালের কোনও গল্প থেকে নেওয়া নয়। এই ছবির অনুপ্রেরণা রামায়ণে উল্লিখিত অহল্যা-কাহিনি। তা ছাড়া ডাল একজন শিশু সাহিত্যিক। আর তাঁর ছবিটি একান্তভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য।”
শিল্পী গৌতম সাধুর ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অহল্যার ভূমিকায় রাধিকা আপতে, পুলিস ইন্সপেক্টর ইন্দ্র সেনের ভূমিকায় টৌটা রায় চৌধুরী। অভিনয়, লাস্যে রাধিকার এমন রূপের দেখা আগে মেলেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন