মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বৃষ্টিতে ঘরমুখো মানুষের ভোগান্তি

ভারি বর্ষণের কারণে ঘরমুখো মানুষের ভোগান্তি এখন চরমে। রাজধানী ঢাকায় সকাল ১০টা থেকে টানা বৃষ্টি হওয়ায় খানা-খন্দে ভরা রাস্তায় পানি জমে রাস্তা ও গর্ত সমান হয়ে গেছে। এতে যানবাহন চালাতে হচ্ছে খুব ধীর গতিতে। ফলে রাজধানীর বিভিন্ন সড়ক থেকে শুরু হয়েছে যানজট। আর এ যানজটের প্রভাব গিয়ে পড়েছে বিভিন্ন মহাসড়কেও।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের মেঘনা সেতু থেকে শুরু করে দাউদকান্দি সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকেই যানজটে শত শত যানবাহন আটকে আছে। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। অপর দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও সৃষ্টি হয়েছে যানবাহনের সারি। তবে ঈদে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে পারাপার নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-জাজিরা নৌরুট পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। বুধবার থেকে এই দুই রুটে মোট ছয় দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে বলে বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, ঈদের আগে পরে মোট ছয় দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে কাঁচামাল ও জরুরি শিশুখাদ্য বহনকারী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করে দেয়া হবে।

তিনি বলেন, ‘পাটুরিয়া ঘাটে যানবাহনের জন্য পৃথক পৃথক লেন করা হয়েছে। এতে করে যানজট হওয়ার কোনো আশঙ্কা নেই। তা ছাড়া একসঙ্গে সব গাড়ির চাপ পড়ায় পারাপারের জন্য গাড়িগুলোকে একটু বেশি সময় ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে।’

পাটুরিয়া ও দৌলতদিয়া নৌ রুটে আটটি রো রো (বড় ফেরি)। তিনটি কে টাইপ (ছোট ফেরি) ও পাঁচটি ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ঈদের যাত্রী পারাপারের জন্য পাটুরিয়া ঘাটে ৩৭টি এবং মাওয়া ঘাটে দুইশ মোট ২৩৭টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত

দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ