বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেড়ার মেয়র আসিফ ওয়ারেন্টভুক্ত আসামি, দেশ ছাড়লেন কীভাবে? কৌতূহল সর্বত্র

পাবনার বেড়া পৌরসভার মেয়র এস এম আসিফ শামস দুইশ কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তবে দুই বছরেও পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের জারি করা সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেনি পুলিশ।

আর এই গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই সম্প্রতি সপরিবারে আসিফ থাইল্যান্ড গেছেন। তিনি আর দেশে ফিরবেন কি না তা নিয়ে পৌরবাসীদের মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে।

এস এম আসিফ শামস জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকুর ছেলে। তিনি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসা প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের চেয়ারম্যান।

ঢাকার গুলশানের খাজা টাওয়ারে অবস্থিত আসিফের এ কোম্পানির কাছে ২০২২ সাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসির পাওনা ১৯১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৭১ টাকা।

এস এম আসিফ শামসের নামে ২০১৪ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন—দুদকে এক অভিযোগ জমা পড়ে। সেখানে বলা হয়, আসিফ তার প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের ভিওআইপির লাইসেন্স ফি বাবদ বিটিআরসিকে ১৫ কোটি টাকা অগ্রিম এবং প্রতিবছরে ৭ কোটি টাকা হিসাবে তিন বছরে ২১ কোটি টাকা এবং সর্বমোট ৩৬ কোটি টাকা দিয়েছেন।

তবে ২০১৪ সালে সার্বিকভাবে ভিশন টেলের কাছে বিটিআরসি সারিবকভাবে পাওনা থাকে ১৪৬ কোটি ৪৩ লাখ টাকা। এর আট বছর পর ২০২২ সালে এই পাওনা সুদ-আসলে দাঁড়ায় ১৯১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৭১ টাকা।

পরে ২০২২ সালে আসিফের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের জেনারেল সার্টিফিকেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম পরোয়ানা তামিল নথিতে স্বাক্ষর করেন।

পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে গ্রেপ্তারি পরোয়ানা ওই বছরের ২৩ মে পাবনার বেড়া থানায় পৌঁছে। তবে সেটি তামিল করেনি পুলিশ। এখনো ফাইলবন্দি সেই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম অবগত।

ওসি রাশিদুল ঢাকা টাইমসকে বলেন, ‘বেড়ারমেয়রের বিরুদ্ধে লেভি ওয়ারেন্টের বিষয়টি আমরা তাকে অবহিত করেছিলাম। এরপর তিনি আদালতে টাকা জমা দেবেন বলে কালক্ষেপণ করেন। তারপরও আমরা একাধিকবার তাকে বিষয়টি বলেছি। তবে তিনি টাকা জমা দেননি বলে জানতে পেরেছি।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা শুনেছি, তিনি (মেয়র আসিফ) আবার দেশে এসেছেন। আমরা আবার ওয়ারেন্টের বিষয়ে তাকে অবহিত করব।’

ওয়ারেন্ট মাথায় নিয়েই গত ৩০ জুন সপরিবারে মেয়র আসিফ থাইল্যান্ড গেছেন। হঠাৎ করেই মেয়রের সপরিবার বিদেশে যাওয়া নিয়ে বেড়া পৌরবাসীদের মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে।

কেউ কেউ বলছেন, মেয়র আসিফ হয়ত আত্মগোপনে গেছেন। সব কিছু ম্যানেজ করে পরে দেশে ফিরবেন। কেউ বলছেন, তিনি সপরিবার থাইল্যান্ড ভ্রমণে গেছেন, সেখানে মাসখানেক থেকে দেশে ফিরবেন। আবার মেয়র আসিফ আর ফিরবেন না বলেও কানাঘুষা চলছে।

পরোয়ানাভুক্ত কোনো জনপ্রতিনিধির বিদেশ যাওয়ার বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপসচিব (পৌরসভা-১) মো. আব্দুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘জনপ্রতিনিধি দেশের বাইরে যাওয়ার বিষয়ে বিশেষ করে কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তা আমরা যাচাই-বাছাই করি। কিন্তু বিষয়টি অবশ্যই আমাদের নজরে থাকতে হবে। নজরে বা অবহিত না থাকলে আমরা কিছু করতে পারি না।’

পরোয়ানাভুক্ত আসামীর ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগকে কারা কিভাবে অবহিত করবে জানতে চাইলে এই উপসচিব বলেন, ‘অনেক সময় জেলা প্রশাসন বা বিভিন্ন দপ্তর থেকে অবহিত করে। সাধারণ নাগরিকও তথ্য দিতে পারেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত