বেতন কাঠামোর গেজেটে ত্রুটি ছিল : অর্থমন্ত্রী
অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রকাশিত গেজেটে ত্রুটি ছিল বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তবে কী ধরনের ত্রুটি তা নিয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী।
মন্ত্রী জানান, বেতন কাঠামো সংশোধন করার সুযোগ নেই, তবে তা সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘আশা করি, বেতন কাঠামো সমন্বয় করা হলে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।’
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ক্যাডারদের আন্দোলন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাপারটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাদেরও ত্রুটি ছিল। অর্থসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। এর সমাধান হয়ে যাবে।
বেতন কাঠামো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘তা ঠিক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। শিক্ষকরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে। এটাও দ্রুত সমন্বয় হয়ে যাবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন