বেলাল খান ও জান্নাত পুষ্পর ‘চুপিচুপি’
কন্ঠশিল্পী জান্নাত পুষ্পের ‘মেঘে ঢাকা চাঁদ’, ‘তোমারই মাঝেতে’, ‘ভালোবেসে এই আমাকে’ গানগুলো শ্রোতাদের মাঝে সাড়া ফেলে। তারই ধারাবহিকতায় এ বছর ভ্যালেন্টাইডে তে প্রকাশ করেন তিনি ‘কিছুটা রঙ’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এরইমধ্যে মিউজিক ভিডিওটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।
বতর্মানে জান্নাত পুষ্প ব্যস্ত আছেন ‘চুপিচুপি’ শিরোনামের নতুন একটি সিঙ্গেল নিয়ে। আসছে ঈদে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করবেন জানান তিনি। গানটিতে তার সঙ্গে দ্বৈত গেয়েছেন বেলাল খান। গানটি লিখেছেন ওমর ফারুক। সুর করেছেন বেলাল খান। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
গানটি প্রসঙ্গে জান্নাত বলেন, ‘গানটির কথা ও সুর চমৎকার। বেলাল ভাই গানটির সুরে নতুনত্ব রাখার চেষ্টা করেছেন। আসছে ঈদে দর্শক শ্রোতাদের মিউজিক ভিডিওটি উপহার দেবো।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন