শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন সাবা

চলচ্চিত্রে অভিনয়ের কারণে বেশ কিছুদিন টিভি পর্দার বাইরেই ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। তবে বিরতির পর আবারও নিয়মিত হচ্ছেন তিনি। আসছে ঈদ উপলক্ষে এরই মধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন সাবা। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক দিন টিভি নাটকের কোন কাজ করতে পারিনি। পরিকল্পনা করেও এগোতে পারিনি। তবে এরই মধ্যে নিয়মিত হয়ে গেছি।

এ পর্যন্ত ৪-৫টি নাটকের কাজ শেষ করেছি। এছাড়া নতুন আরও কয়েকটি নাটকে অভিনয় করার কথা রয়েছে। আশা করছি এগুলোর কাজেও হাত দেবো। একসময় টিভি পর্দায় বেশি ব্যস্ত থাকলেও এখন বছরের বেশির ভাগ সময়ই চলচ্চিত্রের পেছনে ব্যয় করেন সাবা। গেল মার্চ-এপ্রিল মাসেও কলকাতায় নির্মাতা অয়ন চক্রবর্তীর ‘ষড়ঋপু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের বাইরের কোন ছবিতে অভিনয় করলেন সাবা। এ প্রসঙ্গে তিনি বলেন, খুব ভাল লেগেছে ছবিটিতে অভিনয় করতে পেরে। এবারই প্রথম কলকাতার ছবিতে অভিনয় করলাম। অসাধারণ একটি গল্প নিয়ে এটি নির্মাণ হয়েছে।

এ ধরনের একটি ছবিতে অভিনয় করতে অনেক দিন অপেক্ষা করেছি। অবশেষে অপেক্ষার অবসানও হয়েছে। এককথায় আমি খুবই আনন্দিত। রোমান্টিক থ্রিলারধর্মী এ ছবিতে রাকা নামের একটি চরিত্রে দেখা যাবে সাবাকে। তিনি ছাড়া এতে আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, রজতভ দত্ত, রাজেশ শর্মা, রুদ্রনীল ঘোষ, সুদিপ্তা চক্রবর্তী, কনিনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। টিভি নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সাবা এ পর্যন্ত পাঁচটি ছবিতে অভিনয় করেছেন।

এগুলো হলো ‘আয়না’, ‘চন্দ্রগ্রহণ’, ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’ ও ‘বৃহন্নলা’। গত মার্চেই মুরাদ পারভেজের পরিচালনায় ‘দৌড়’ ছবির কাজ শুরু হওয়ার কথা থাকলেও কলকাতার কাজটির জন্য আর সেটা হয়নি। এখন সব ব্যস্ততা শেষে এ ছবিটি ঘিরেই সাবার মূল পরিকল্পনা। এ প্রসঙ্গে তিনি বলেন, কলকাতায় শুটিংয়ে দুই মাস ব্যস্ত ছিলাম। যে কারণে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ‘দৌড়’ ছবির কাজে হাত দিতে পারিনি। এখন সব কাজ গুছিয়ে উঠেছি। চলতি মাস থেকে ছবির শুটিং শুরু করবো। সব মিলিয়ে বলা চলে চলতি সময়ে দুই মাধ্যম ঘিরে দারুণ ব্যস্ত সময় পার করছেন সাবা। ছোট পর্দায় মডেলিং ও অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন অনেক আগেই। সেখানেই ধীরে ধীরে অভিনয়টা রপ্ত করেছেন সাবা। শুধু তাই নয়, দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণও করেছেন।

সেই ধারাবাহিকতায় নাম লেখান চলচ্চিত্রেও। টিভি পর্দার অভিনেত্রী হিসেবে বড় পর্দায় এসে অভিনয় করা কিছুটা কষ্টসাধ্যই বটে। কিন্তু আত্মবিশ্বাস আর দক্ষ অভিনয়শৈলীর কল্যাণে তাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। নিজেকে খুব স্বল্প সময়েই মানিয়ে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাবা বলেন, অনেকটা সময় মিডিয়ার সঙ্গে আছি। নিজেকে একটু একটু করে প্রস্তুত করেছি। অভিনয় করেছি, পাশাপাশি শিখেছিও। এখনও শিখে যাচ্ছি। বিশেষ করে আমার পথচলায় সিনিয়র শিল্পী-নির্মাতারা অনেক অবদান রেখেছেন। আর মুরাদের কথা না বললেই নয়। স্বামী হিসেবে নয়, একজন নির্মাতা হিসেবেই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন সব সময়। আর আমার এতদিনের পথচলায় আরও একটি অনুপ্রেরণা দর্শক ভালবাসা। তাদের ভালবাসা না পেলে হয়তো এতদূর আসা সম্ভব হতো না। দর্শকের প্রতি আমি খুবই কৃতজ্ঞ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন