শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘বেসরকারি শিক্ষক নিয়োগে পিএসসির আদলে আলাদা কমিশন’

বেসরকারি শিক্ষক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)আদলে আলাদা কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এর নাম- বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি)।

বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং যোগ্যদের নিয়োগ দিতেই আলাদা কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদরাসা, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় মেধার ভিত্তিতে উপযুক্ত শিক্ষক নির্বাচনে আগেকার এনটিআরসিএ বিলুপ্ত করে আমরা পিএসসির আদলে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি) গঠন করব। আশা করি, মাসখানেকের মধ্যে কমিশন গঠন করতে পারব। এর মধ্যে আমরা নতুন কমিশন গঠনে মতামত নেব। এতে অনেক ভুল-ত্রুটি ধরা পড়বে।’

আলাদা কমিশন গঠনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়। এতে দুর্নীতি, স্বজনপ্রীতি আর টাকার খেলা চলে। অভিযোগ ওঠে অস্বচ্ছ পক্রিয়ায় অযোগ্য লোক নিয়োগের। বর্তমান নিয়োগ পদ্ধতির কারণে প্রশ্ন উঠে। এ কারণে প্রকৃত মেধাবী ও যোগ্য লোকরা চাকরি পান না। আমরা আলাদা কমিশন গঠন করে স্বচ্ছ প্রক্রিয়ায় মেধাবীদের বাছাই করব। আমরা শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে চাই। এজন্যই বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘এই কমিশন পিএসসির মতোই শিক্ষক বাছাই করবে। দেশের শিক্ষা বিষয়ে দক্ষ, অভিজ্ঞ ও নিরপেক্ষ মেধাবী ব্যক্তিদের এই কমিশনের দায়িত্ব দেওয়া হবে। তারাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চাহিদা মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নির্বাচন করবে। আশা করি, এতে প্রকৃত যোগ্যরা মূল্যায়ন পাবেন। সব পর্যায়ে শিক্ষার মান নিশ্চিত হবে।
‘জাতীয় শিক্ষানীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি) গঠনে আমাদের কিছুটা সময় লাগতে পারে। ২০০৬ সালের বিদ্যমান বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা সংশোধনের মাধ্যমে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিতের চেষ্টা করছি। এজন্য এর বিধিমালায়ও পরিবর্তন আনা হবে।’ কমিশন গঠনের মাধ্যমে শিক্ষানীতি বাস্তবায়নে এক ধাপ অগ্রগতি হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ জানান, ৪০ হাজার শূন্যপদের বিপরীতে শিক্ষক নিবন্ধনের ১২টি পরীক্ষায় ৫ লাখ ৪০ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন। চাকরি পেয়েছেন ৬৩ হাজার ৪২ জন। আর চাকরি পাননি (অপেক্ষমান) ৪ লাখ ৭৭ হাজার ২৮৭ জন। নতুন কমিশনের মাধ্যমে যোগ্যদের কর্মসংস্থান হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।

এ সময় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, বছরের শেষভাগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে শিক্ষকের চাহিদা সম্পর্কে কমিশন অবহিত হবে। আর বছরের শুরুতে সেই অনুপাতে শিক্ষক বাছাই করবে কমিশন। এতে চাহিদা আর সরবরাহের মধ্যে সামঞ্জস্য থাকবে।

শিক্ষা সচিব জানান, বর্তমানে প্রায় ৩ লাখের বেশি নিবন্ধিত শিক্ষক রয়েছেন। তাদের সমন্বয় করতে প্রায় তিন বছর লাগবে। এরপর চাহিদার ভিত্তিতেই শিক্ষক বাছাই করবে কমিশন।

শিক্ষা সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষায় পাস করে অনির্দিষ্টকাল বসে থাকার সুযোগ থাকছে না। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করার পর তা তিন বছর কার্যকর থাকবে। তিন বছর পর তাকে আবার পরীক্ষায় অংশ নিতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

টানা তিন দিন মোবাইল ইন্টারনেটে ধীরগতি

দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন ধরে মোবাইল ইন্টারনেট সেবাবিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • ছাত্রপক্ষের ঢাবি শাখার আহ্বায়ক জিহাদ, সদস্যসচিব হাসিব
  • আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ
  • ভারি বৃষ্টির আভাস ৪ বিভাগে, বাড়তে পারে তাপমাত্রা
  • সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায়: রাশেদ প্রধান
  • সতর্কবার্তা যাচ্ছে কোটা আন্দোলনে
  • পাকিস্তানের সংসদে পিটিআইকে সংরক্ষিত আসন দিতে আদালতের নির্দেশ
  • তিন দিন পর সারাদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক