বৈচিত্র্যময় বোলিংয়েই সুযোগ শফিউলের

গত কিছুদিন ধরে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠা আল আমিন হোসেনের জায়গায় আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডেতে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। বাংলাদেশের হয়ে সর্বেশেষ ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন শফিউল ইসলাম। এর প্রায় দুই বছর পর তিনি জাতীয় দলে ফিরলেন।
মূলত বৈচিত্র্যময় বোলিংয়ের কারণে জাতীয় দলে সুযোগ হয়েছে শফিউল ইসলামের। এ ব্যাপারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা অধিনায়ককে সেরা আক্রমণাত্মক বোলার দিয়েছি। ভিন্ন ও বৈচিত্র্যময় বোলিংয়ের কারণেই সুযোগ পেয়েছে শফিউল। সে অতীতে অনেক ভালো করেছে। সে ফিট এবং অন্য যে কারো চেয়ে যথেষ্ট ভালো বলেই দলে সুযোগ পেয়েছে। আমরা শফিউলকে দুটি ম্যাচে সুযোগ দিয়েছি; ও কী করে দেখার জন্য।’
এদিকে আল আমিন না থাকলে এটাই শেষ নয় বলে জানান চন্ডিকা হাথুরুসিংহে। এখানে আফগানিস্তান না হয়ে অন্য দল হলে ভিন্নরকম দৃশ্য হতে পারতো, ‘আল-আমিন এখানে নেই বলে, এটা প্রমাণ হয় না যে সে শেষ হয়ে গেছে। আমরা যদি অন্য কোনও দলের বিরুদ্ধে খেলতাম, সেক্ষেত্রে ভিন্নরকমের দৃশ্য দেখা যেত!’
আফগানিস্তানের বিপক্ষে আল-আমিনের না থাকার কারণ হিসেবে প্রধান কোচ মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘আল আমিন এবং শফিউলকে নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা ফিটনেস এবং অন্যান্য সব কিছু নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে শফিউলকেই নিয়েছি। আমাদের সামনে আরও খেলা আছে, তাকে (আল-আমিন) ফেরানো হতে পারে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন