ব্যবসায়ীদের আইএস শঙ্কা, নির্ভয় দিলেন মন্ত্রী
বাংলাদেশে সম্প্রতি আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠন আইএসের তৎপরতা বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিরা। তবে তাদের এই আশঙ্কা উড়িয়ে দিয়ে নির্ভয়ে ব্যবসা করতে বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির’ ৪র্থ সভায় ব্যবসায়ীরা এই আশঙ্কা প্রকাশ করেন।
শিল্পপতি ও ব্যবসায়ী নেতা একে আজাদ ও ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদ আইএস প্রসঙ্গে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, ‘বাইরের বায়াররা বাংলাদেশে আইএস আছে বলে নানা আপত্তি তোলেন। তাই এ সমস্যার সমাধান হওয়া দরকার।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো চিহ্ন নেই। আপনারা নিজেরা নিশ্চিন্ত থাকুন ও বায়ারদের বলুন।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিস্তারিত আলোচনা শুরুর আগে কমিটির আগের সভার সিদ্ধান্ত ও বাস্তবায়নের তথ্য তুলে ধরেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
এরপর পারস্পরিক সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক আলোচনা করেন মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
তোফায়েল আহমেদ বলেন, দেশে এখন কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। আগামী ২০১৯ সালে দেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা এক সময় দেশেকে অস্থিতিশীল করার জন্য ধ্বংসাত্মক আন্দোলন করেছিলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক রাজনীতিতে ফিরে এসেছেন। নিজেদের প্রতীক নিয়ে বিগত পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী দিনগুলোতে দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, বিজিএমই-এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিকেএমই-এর সভাপতি এ কে এম সেলিম ওসমান,এমপি, বাংলাদেশ মহিলা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী সেলিমা আহমেদ, বিসিআই-এর সভাপতি একে আজাদ, সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোস্তফা কামাল এবং বিটিএমএ-এর প্রেসিডেন্ট তপন চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন