বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ব্যবসায়ীদের মধ্যে দুটি বড় ক্যানসার বিরাজ করছে’

বর্তমানে বাংলাদেশে ব্যবসায়ীদের মধ্যে দুটি বড় ক্যানসার বিরাজ করছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাতলুব আহমাদ বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসায়ীদের মধ্যে দুটি বড় ক্যানসার বিরাজ করছে। প্রথমত, নন-পারফরমেন্স লোন। যেখানে ব্যাংকগুলো ব্যবসায়ীদের কাছে ৬০ হাজার কোটি টাকা পাবে। দ্বিতীয়ত, এনবিআর ব্যবসায়ীদের কাছে বিভিন্ন করবাবদ ৩১ হাজার কোটি টাকা পাবে, যার অধিকাংশ কাস্টমস ডিউটি।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশি বেশি আয় করেন, বেশি বেশি কর দেন। মিথ্যা ঘোষণা দেবেন না। ব্যবসায়ীদের দুর্নাম করবেন না। কর দেন, বুক ফুলিয়ে হাঁটব।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি বলেন, ডিজিটাল বাংলাদেশে এনবিআরও ডিজিটালের পথে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কাস্টমসের অটোমেশনের পাশাপাশি প্রতিটি সেক্টরে ডিজিটাইজেশনের আওতায় আসবে। এফবিসিসিআই ও এনবিআরের মধ্যে নতুন পার্টনারশিপ তৈরি হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

২০০৯ সালে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে সদস্যভুক্ত ১৭৯টি দেশ দিবসটি পালন করে আসছে। বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করছে। এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘ডিজিটাল কাস্টমস : প্রোগ্রেসিভ এনগেজমেন্ট’। দিবসটি উপলক্ষে সকালে এনবিআর বর্ণাঢ্য র‌্যালি বের করে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসের সফলতা কামনা করে পৃথক বাণী দিয়েছেন। তারা বাণীতে কাস্টমস বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের এবং কর প্রদানকারী ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. এম আবদুর রাজ্জাক ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত