রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ব্যাটসম্যানদের দায়িত্ব সিরিজ রক্ষার

পরিকল্পনা বাস্তবায়নে ব্যাটসম্যানদের ব্যর্থতা প্রথম টি ২০ ম্যাচে মাশরাফিদের হারার কারণ। আজ দ্বিতীয় ও শেষ টি ২০তে কী করবে বাংলাদেশ? কাল সৌম্য সরকার জানালেন, মাঠে পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হবেন তারা। দুম্যাচের টি ২০ সিরিজে স্বাগতিকরা ১-০তে পিছিয়ে। আজও হারলে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিজেদের করে নেবে ২-০তে। তাই ক্ষুদে ফরম্যাটের সিরিজ বাঁচানোর এটাই শেষ সুযোগ মাশরাফিদের। মিরপুরে বেলা ১টায় শুরু হবে ম্যাচ। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি, বিটিভি এবং স্টার স্পোর্টস-১ ও ৩-এ। উইকেটে পরিবর্তনের সম্ভাবনা নেই। পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের পরিকল্পনায়ও। দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর শুরুতে চড়াও হবে স্বাগতিকরা। প্রথম টি ২০ ম্যাচে বোলিংয়ে সুবিধা পেয়েছিলেন আরাফাত সানি-সাকিবরা। ব্যাটিংয়ে আক্রমণাত্মক হতে গিয়ে ব্যর্থ হন তামিম, সৌম্যরা। তা সত্ত্বেও আজও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে সোমবার বাংলাদেশ দলের ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন ছিল। আর প্রোটিয়াদের এদিন অনুশীলন করার কথা থাকলেও তারা বিশ্রামে কাটালেন। দলের তিন ক্রিকেটার হেন্ড্রিকস, ক্রিস মরিস, অ্যারন ফাঙ্গিসো ও এডিয়ে লি অনুশীলন করেছেন। বাংলাদেশের অনুশীলনে ছিলেন মুশফিকুর রহিম, জুবায়ের হোসেন ও সাব্বির রহমান। প্রথম টি ২০ ম্যাচে স্বাগতিকরা হেরেছে ৫২ রানে। ১৪৯ তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয় মাত্র ৯৬ রানে। স্পিন আক্রমণে আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। জুবায়ের হোসেনকে একাদশে রেখে বোলিংয়ে বৈচিত্র্য বাড়াতে পারে তারা।

স্পিন উইকেটের ফাঁদ পেতে প্রোটিয়াদের আটকাতে চেয়েছিল বাংলাদেশ। সেই স্পিনেই আটকা পড়েন মাশরাফিরা। সোমবার বাংলাদেশের টিম মিটিংয়ে আলোচনা হয়েছে, প্রথম দিনের পরিকল্পনা থাকবে। সেটি মাঠে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। প্রথম ম্যাচে বাংলাদেশের দুই বিধ্বংসী ওপেনার তামিম ও সৌম্য মাত্র ১৩ রানের মধ্যেই আউট হয়ে যান। সাকিব আল হাসান, মুশফিকুর ও লিটন কুমার দাস ছাড়া কেউ দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। দক্ষিণ আফ্রিকার শক্তি নিয়ে প্রথমে যে ভয় ছিল বাংলাদেশের, এখন আর তা নেই। প্রোটিয়াদের ব্যাটিং-বোলিং মাশরাফিদের কাছে সাধারণ মনে হচ্ছে। সৌম্য সরকার বলেন, দ্বিতীয় ম্যাচের ফলটা আমাদের পক্ষে আনার চেষ্টা করব। তাহলে তা ওয়ানডেতে কাজে লাগবে। প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনাররা ভালো করেছেন। ব্যাটসম্যানরা পারেননি। পরিকল্পনা বাস্তবায়নে আজ ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।

এদিকে আজ জিতে সিরিজ ২-০ করতে চায় সফরকারীরা। প্রথম ম্যাচে অধিনায়ক ফাফ ডু প্লেসি ও রিলে রুশো ছাড়া বাকি কেউ ভালো করতে পারেননি। প্লেসি একবার জীবন পেয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৯ রানে। ডি ভিলিয়ার্স, ডি কক, জেপি ডুমিনি ও ডেভিড মিলার স্পিনের ফাঁদে পড়েই আউট হন। সফরকারী দলের স্পিন বোলিং কোচ বলেন, এটা আন্তর্জাতিক ম্যাচ। প্রতিপক্ষকে সম্মান করতেই হবে। তাদের কয়েকজন ভালো স্পিনার আছে। আশা করছি আগামীকাল (আজ) একটি ভালো ম্যাচ হবে। তিনি জানান, দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামতে পারে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন কুমার দাস, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, সোহাগ গাজী/জুবায়ের হোসেন ও আরাফাত সানি।

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন

  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের