‘ব্যাটিং অর্ডার নিয়ে কারো অভিযোগ ছিল না’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারের মুখ দেখেছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে কাঙ্খিত সেই জয়ের দেখা পায় কুমিল্লা।
নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজসাহী কিংসের বিপক্ষে এদিন কুমিল্লার ব্যাটিং অর্ডারে দেখা গেছে বড় পরিবর্তন। ওপেনিং জুটিসহ আরও কয়েকটি পজিশনে আসে পরিবর্তন। আর এই পরিবর্তনে কুমিল্লা প্রথমবারের মত আগে ব্যাট করে ১৫০ পাড়ি দিলো মাশরাফির দল।
ম্যাচ শেষে দলের নির্ভরযোগ্য পেসার মোহাম্মদ শরীফ জানালেন, দলের সবার সাথে আলোচনা করেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছে। আর এই পরিবর্তন নিয়েই দলের কারোরই কোনো অভিযোগ ছিল না।
তিনি বলেন, ‘লিটন, ইমরুল সংগ্রাম করছিল। রান পাচ্ছিল না। দলের জন্য ওদের নিচের দিকে ব্যাটিংয়ে পাঠানো হয়। দলে আলোচনা ছিল ওদের নিচের দিকে পাঠিয়ে যারা ভালো করছে তাদের ওপরে তুলে আনার। ওরাই এতে রাজি হয়েছে। ব্যাটিং অর্ডার নিয়ে কারো অভিযোগ ছিল না। আজ ইমরুল নিচে ব্যাট করে রান পেয়েছে। পরের ম্যাচে হয়তো আবার ওপেনিংয়ে ফিরতে পারে।’
টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে চট্টগ্রামে হারের বৃত্ত ভেঙেছে কুমিল্লা। এই জয়ে সেরা চারে খেলার স্বপ্ন কিছুটা হলেও বেঁচে থাকলো কুমিল্লার। শরীফও জানালেন রাজশাহীর বিপক্ষে এই ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই।
তিনি বলেন, ‘এটা ছিল বাঁচা-মরার ম্যাচ। এই ম্যাচ জিততেই হতো। আরও ছয়টা ম্যাচ আছে আমাদের। যদি জিততে থাকি তাহলে দেখা যাক কি হয়।’
শরীফের কণ্ঠে সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা, ‘আমরা জেতার জন্যই খেলছিলাম। সবার প্রত্যাশা আমাদেরও আশা ছিল ভালো করবো। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই হতে পারে। একটু দেরি হলেও আশাকরি পরের ম্যাচগুলোতে আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন