ব্যাপারটা সহ্য হয়! রণবীরকে শান্তিতে থাকতে দিচ্ছেন না ক্যাট!

কাঁহাতক আর ব্যাপারটা সহ্য হয়! একে তো বেরিয়ে আসতে হল নিজের বাড়ি ছেড়ে! তার উপর ক্রমাগত বেড়েই চলেছে আর্থিক লোকসানের পরিমাণ! ক্যাটরিনা কাইফ কি তাহলে রণবীর কাপুরকে কিছুতেই শান্তিতে থাকতে দেবেন না বলে ঠিক করেই ফেলেছেন?
রকম দেখে তো সেটাই মনে হচ্ছে। প্রথমে যদিও ঠিক করেছিলেন এই প্রাক্তন জুটি- সম্পর্কের টানাপোড়েনটাকে পেশাদার জীবনে নিয়ে আসবেন না।
কিন্তু তা আর হল কই! ব্রেক-আপের পর থেকে ক্রমাগত জগ্গা জাসুস-এর শুটিং ডেট বাতিল করেই চলেছেন ক্যাটরিনা কাইফ। একবার করে খবর আসছে এই শুটিং শুরু হল বলে; আখেরে যদিও কাজের কাজ কিছুই হচ্ছে না! শেষ খবর মিলেছিল, ছবির শেষ পর্বের আউটডোরের কাজে মরক্কো যাচ্ছেন রণবীর-ক্যাটরিনা। কিন্তু, ঠিক তখনই ক্যাটরিনার মাথায় চাগাড় দিল বাড়ি খোঁজার বাসনা। অতএব, শুটিং পিছিয়ে গেল আরও একবার।
যাহোক, অবশেষে ক্যাটরিনা একটা সময় বের করতে পেরেছেন রণবীর কাপুর আর অনুরাগ বসুর এই ছবির জন্য। সেই মতো খবর, ১৫ এপ্রিল সবাই উড়ে যাচ্ছেন মরক্কোয়। তবে তার মধ্যেও শর্ত আরোপ করে রেখেছেন নায়িকা, কাজ-কর্ম গুটিয়ে ফেলতে হবে দিন দশেকের মধ্যেই।
এমনিতে জীবনের অনেকগুলো দিন রণবীরকে দিয়েছেন ক্যাটরিনা, তাই এবার আর বেশি সময় নষ্ট করতে চাইছেন না। কথা আছে, সেই শুটিং শেষ হয়ে গেলে মুম্বাই ফিরে মে মাসে কিছু কাজ হবে। তার পর, বাকি ঝামেলা মিটিয়ে জুলাই বা আগস্ট মাস নাগাদ মুক্তি পেতে পারে ছবি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন