ব্রাজিলে দলে ফিরবেন রবিনহো!

আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর কথা ভাবছেন ব্রাজিল ফরোয়ার্ড রবিনহো। এশিয়ান চ্যাম্পিয়ন গুয়াংঝু এভারগ্র্যান্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরেই ছয় মাসের চুক্তিতে গুয়াংঝুতে যোগ দেন রবিনহো। এশিয়ান চ্যাম্পিয়ন এই ক্লাবটিতে কোচ হিসেবে রয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ ফিলিপ লুইস স্কলারি। এবার লিগে নয় ম্যাচে ৩ গোল করেছেন রবিনহো। তবে ছয় মাসের চুক্তি শেষে গুয়াংঝুতে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে রবিনহোর।
দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন রবিনহো। ২০০৩ সালে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে অভিষেকের পর ৯৯ ম্যাচে ২৮ গোল করেন তিনি। ২০১৫-১৫ মৌসুমে এসি মিলান থেকে স্বদেশী ক্লাব সান্তোসে ধার হিসেবে খেলেছেন রবিনহো। তবে আবারও দেশের জার্সিতে কিংবা স্বদেশী ক্লাবে খেলার বিষয়টি বিবেচনা করছেন ৩১ বছর বয়সি তারকা।
এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে রবিনহো বলেন, ‘আমি এখনও সিদ্ধান্ত নেইনি। আমি এখনও কিছু বলতে পারছি না। এখন শুধু আমি ছুটির দিনগুলোই উপভোগ করছি। যখন আমি খেলি তখন অন্য কিছু করার সময় থাকে না। তবে ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যেই আমি সিদ্ধান্ত নেবো আমি ব্রাজিলে থাকবো না বিদেশে গিয়ে খেলবো।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন